অনুসন্ধানে দুদক
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫
ফাইল ছবি (সংগৃহীত)
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিকুঞ্জ-১ এলাকায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে সাজসজ্জা ও সৌন্দর্যবর্ধনের নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকা ক্ষতিসাধন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে।
রোববার (৭ ডিসেম্বর) দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের এই কর্মকর্তা জানান, কমিশন কখনোই ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না; মূল বিষয় হলো অভিযোগের বস্তুনিষ্ঠতা। রাজধানীর অভিজাত নিকুঞ্জ এলাকার লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে তিন তলাবিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি রয়েছে আবদুল হামিদের। রাষ্ট্রপতি দায়িত্ব শেষ করার পর ২০২৩ সালের এপ্রিলে তিনি ওই বাড়িতে ওঠেন।
অভিযোগ উঠেছে, বাড়ির দুই পাশের রাস্তা হাঁটার জন্য বাঁধা, নান্দনিক ডেক ও ঝুলন্ত ব্রিজ, খালসংলগ্ন অত্যাধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের কোটি কোটি টাকা ক্ষতি হয়েছে। এসব কার্যক্রমের জন্য রাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ২৪ কোটি টাকা।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন জানান, অভিযোগ যাচাই-বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধান টিম ইতোমধ্যেই কাজ শুরু করেছে।
রাজউক সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নিকুঞ্জ-১ এলাকায় প্লট বরাদ্দ পান এবং ২০১১ সালে বাড়ি নির্মাণের নকশা অনুমোদন করেন। অভিযোগ অনুযায়ী, তিনি পারিবারিক সুবিধার জন্য বাড়ি সংলগ্ন এলাকা সাজিয়ে তুলেছেন, যা প্রকল্পের আওতায় নয়।
এমএইচএস

