Logo

অর্থনীতি

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিতেও গতি বাড়বে : গভর্নর

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ১৬:৫০

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিতেও গতি বাড়বে : গভর্নর

ছবি : বাংলাদেশের খবর

রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতিতেও গতি বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

শনিবার (৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের ওয়াটার গার্ডেন রিসোর্টের হলরুমে অনুষ্ঠিত ‘এমএফআই-ব্যাংক লিংকেজ’ বিষয়ক আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গভর্নর বলেন, ‘দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল রয়েছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও গতি পাবে এবং সামনের দিনগুলোতে প্রবৃদ্ধির ধারা আরও শক্তিশালী হবে।’

পাচার হওয়া অর্থ ফেরত আনার অগ্রগতি প্রসঙ্গে গভর্নর বলেন, ‘ইংল্যান্ডে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে আইনজীবী পাঠানো হয়েছে। বিভিন্ন গ্রুপ অব কোম্পানির দাবি (ক্লেম) প্রতিষ্ঠার কাজ চলছে। আমরা সফল হলে খুব দ্রুতই ইতিবাচক ফল পাওয়া যাবে।’

সেমিনারে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর নির্বাহী ভাইস চেয়ারম্যান ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় আরও বক্তব্য দেন- সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী খান এবং ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মোমেন।

অনুষ্ঠানে বক্তারা এমএফআই ও ব্যাংক খাতের সমন্বয় জোরদার করে আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

  • এএইচএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গভর্নর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর