Logo

অর্থনীতি

একই দিনে নির্বাচন ও গণভোট হলে ব্যয় বাড়বে : অর্থ উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ২১:০৮

একই দিনে নির্বাচন ও গণভোট হলে ব্যয় বাড়বে : অর্থ উপদেষ্টা

ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন করলে ব্যয় স্বাভাবিকভাবেই বাড়বে। নিরাপত্তা, জনবল ও লজিস্টিকসহ বিভিন্ন খাতে অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন হতে পারে। তবে নির্বাচন কমিশনের জরুরি চাহিদা মেটাতে সরকারের কোনো সমস্যা হবে না।

সোমবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘আমরা যখন ব্যয়ের প্রথম প্রস্তাব পেয়েছিলাম, তখন গণভোটের কথা ছিল না। এখন একই দিনে নির্বাচন ও গণভোট হলে বেশি জনবল, বেশি নিরাপত্তা আর বেশি লজিস্টিক দরকার হবে। ব্যয় পুনর্বিন্যাস করতেই হবে।’

তিনি জানান, নির্বাচন কমিশনের প্রাথমিক ব্যয় প্রাক্কলনেও গণভোটের বিষয়টি ছিল না। বিদেশস্থ বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্তির কাজেও অতিরিক্ত বাজেট লাগতে পারে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বাজেট চাইলে সহায়তা দেওয়া হবে।

নির্বাচন কমিশনের জন্য একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন বড় চ্যালেঞ্জ— প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি তার এখতিয়ারের বাইরে। তবে লজিস্টিক বিবেচনায় একই দিনে ভোট নেওয়াই অধিক যুক্তিসঙ্গত।

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর বডিক্যাম ব্যবহারের বিষয়ে তিনি বলেন, সরকার নীতিগত অনুমোদন দিয়েছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজেদের বাজেট থেকেই সরঞ্জাম কিনবে। কত সংখ্যক ক্যামেরা কেনা হবে, তা নির্ধারণ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থা।

এ ছাড়া অর্থ উপদেষ্টা জানান, বিদায়ী মন্ত্রিসভা সদস্যদের জন্য ১০০টি গাড়ি কেনার প্রস্তাব অর্থ বিভাগ বাতিল করেছে। তিনি বলেন, ‘এগুলো ছিল রিপ্লেসমেন্ট ইউনিট, অতিরিক্ত গাড়ি নয়। তারপরও মনে হয়েছে— এখন এ কেনাকাটা প্রয়োজন নয়।’

তিনি আরও বলেন, ডিসেম্বরের মধ্যেই অভ্যন্তরীণ বাজেট পুনর্মূল্যায়ন সম্পন্ন করা হবে এবং জানুয়ারির মধ্যে পরবর্তী সরকারের জন্য নির্বাচন বাজেট প্রস্তুত রাখা হবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সালেহ উদ্দিন আহমেদ ড. সালেহউদ্দিন আহমেদ গণভোট সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর