Logo

অর্থনীতি

প্রাণিসম্পদ মেলা

দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মাগুরা এগ্রিকালচারের ‘ফ্ল্যাগ বি’ গরু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৫৪

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ মেলা। প্রথম দিন সকাল থেকেই মেলার প্রবেশপথে নানা বয়সী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রায় শতাধিক স্টলে প্রদর্শিত হচ্ছে গরু, ছাগল, ভেড়াসহ বিভিন্ন প্রজাতির প্রাণী।

বুধবার (২৬ নভেম্বর) আগারগাঁওয়ে শুরু হওয়া এ মেলায় দর্শনার্থীদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেডের প্রদর্শিত ব্যতিক্রমী জাতের গরু ‘ফ্ল্যাগ বি’।

স্টলের সামনে সকাল থেকেই থেমে নেই আগ্রহীদের ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন, আবার কেউ গরুটিকে দেখে মুগ্ধ হয়ে এর বৈশিষ্ট্য জানতে চাইছেন।

মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা মহিউদ্দিন জারিফ | ছবি : বাংলাদেশের খবর

মেলায় আসা দর্শনার্থীরা জানান, প্রাণীসম্পদের উন্নতি, নতুন প্রজাতির গবাদিপশু এবং বিভিন্ন খামার প্রযুক্তি কাছ থেকে দেখতে পারায় তারা ভীষণ আনন্দিত।

মাগুরা এগ্রিকালচার পার্ক লিমিটেডের চেয়ারম্যান মোস্তফা মহিউদ্দিন জারিফ জানান, প্রতিবছরের মতো এবারের মেলাতেও তারা বিভিন্ন উন্নত জাতের গরু নিয়ে অংশ নিয়েছেন। ‘ফ্ল্যাগ বি’-র সঙ্গে রয়েছে শাহীওয়াল ক্রস, শাহীওয়াল, নেপালি গীরসহ আরও কয়েকটি মানসম্পন্ন জাতের গরু।

মোস্তফা মহিউদ্দিন জারিফ বলেন, সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য যেমন দেশীয় খড়, ভুষি ও ঘাসে লালন-পালন করা এসব গরু ক্রেতারা পছন্দ করলে সরাসরি মেলা থেকেই অর্ডার করতে পারবেন। চাইলে অনলাইনে বুকিংয়েরও সুযোগ রয়েছে।

মেলা ঘুরে দেখা যায়, প্রাণীসম্পদের নতুন উদ্ভাবন, খামার প্রযুক্তি, দুগ্ধ ও মাংস উৎপাদনের উন্নত মডেল, গবাদিপশুর আধুনিক চিকিৎসা প্রযুক্তি— সবকিছুই স্টলগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা।

আয়োজকদের মতে, খামারিরা যাতে আধুনিক প্রযুক্তি ও নতুন প্রজাতির সঙ্গে পরিচিত হতে পারেন এবং সাধারণ মানুষ প্রাণীসম্পদ খাতের উন্নতি কাছ থেকে দেখতে পারেন— এ লক্ষ্যেই প্রতিবছর এ মেলার আয়োজন করা হয়। 

২৬ নভেম্বর শুরু হওয়া এ আয়োজন চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দর্শনার্থীরা টিকিট ছাড়াই মেলা ঘুরে দেখতে পারবেন।

আরিফ শেখ/এমবি/ওকেআর/এসআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাগুরা গ্রুপ উদ্যোক্তা মেলা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর