Logo

অর্থনীতি

সোনাগাজীতে রুপালী ব্যাংকের গ্রাহকের একাউন্ট থেকে ১৯ লাখ টাকা উধাও

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:৫১

সোনাগাজীতে রুপালী ব্যাংকের গ্রাহকের একাউন্ট থেকে ১৯ লাখ টাকা উধাও

ছবি : সংগৃহীত

ফেনীর সোনাগাজী উপজেলার রূপালী ব্যাংক আমির উদ্দিন মুন্সিরহাট শাখা থেকে এক পরিবারের তিনটি একাউন্ট থেকে মোট ১৯ লাখ ৩৩ হাজার টাকা গ্রাহকের অজান্তে দেশের বিভিন্ন ব্যাংক একাউন্টে ট্রান্সফার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ব্যাংকের গেইটে তালা লাগিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও তাদের স্বজনরা মানববন্ধন ও সংবাদ সম্মেলন করে। এ ঘটনায় ভুক্তভোগী গ্রাহক থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, গ্রাহক আবুল বশরের একাউন্ট ৬৩৫৩ থেকে ৩৩ হাজার টাকা, তার প্রবাসী বড় ছেলে মনসুর আলমের একাউন্ট ৮৫১৯ থেকে ১৮ লাখ ৫ হাজার টাকা এবং ছোট ছেলে ইফতেখার আলমের একাউন্ট ৮০৮২ থেকে ৯৫ হাজার টাকা ইসলামি ব্যাংক, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, সিটি ব্যাংক ও রূপালী ব্যাংকের বিভিন্ন শাখার একাউন্টে স্থানান্তর করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ আবুল বশর বলেন, ‘আমি ও আমার দুই ছেলের একাউন্ট থেকে টাকা সরানোতে ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ থাকতে পারে। ব্যাংক আমাদের সহযোগিতা না করে আদালতে মামলা করার পরামর্শ দিচ্ছে। আমরা চাই দোষীদের বিচার হোক এবং আমাদের টাকা ফেরত পাওয়া যাক।’

তিনি আরও জানান, টাকা উদ্ধার করার জন্য প্রথমে ৬ লাখ টাকা বলা হলেও, ম্যানেজার ঘুষ দাবির চেষ্টা করেছিলেন।

রূপালী ব্যাংক আমির উদ্দিন মুন্সিরহাট শাখার ম্যানেজার দিদারুল আলম বলেন, ‘এই টাকা অ্যাপসের মাধ্যমে ট্রান্সফার হয়েছে। হেড অফিস সরাসরি লেনদেন তদারকি করে, তাই শাখার কোনো দায় নেই।’

সোনাগাজী উপজেলা ব্যাংকার্স ফোরামের সভাপতি মনসুরুল আলম বলেন, ‘তথ্য প্রযুক্তির অপব্যবহার করে একটি প্রতারক চক্র এমন কাজ করে থাকে। বিষয়টি পূর্ণাঙ্গ তদন্তের পর প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।’

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম জানান, ‘একটি লিখিত অভিযোগ পেয়েছি। উক্ত একাউন্টের লেনদেনের যাবতীয় তথ্য খতিয়ে দেখা হচ্ছে।’

এম. এমরান পাটোয়ারী/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

রূপালী ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর