ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানি করবে সরকার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৩২
ফাইল ছবি
ভারতের সঙ্গে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনা ও পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যেই প্রতিবেশী দেশটি থেকে ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন।
অর্থ উপদেষ্টা জানান, বিশ্ববাজারে চালের দাম চড়া থাকলেও ভারতের কাছ থেকে গতবারের চেয়েও কম দামে এই চাল পাওয়া যাচ্ছে। ভিয়েতনামের তুলনায় ভারত থেকে চাল আমদানি করলে প্রতি কেজিতে অন্তত ১০ টাকা সাশ্রয় হবে। রাজনৈতিক ইস্যু আর বাণিজ্যিক নীতিকে আলাদা করে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসাধারণের সুবিধার্থে যেখান থেকে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যাবে, সরকার সেখান থেকেই তা সংগ্রহ করবে।
ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে আমার আলাপ হয়েছে; তিনি পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।’ তিনি আরও মন্তব্য করেন যে, ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক খুব একটা খারাপ হবে না এবং কিছু ব্যক্তিগত নেতিবাচক বক্তব্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না।
বৈঠকে আসন্ন রমজান উপলক্ষে চাল ছাড়াও মরক্কো থেকে ৯০ হাজার টন টিএসপি সার এবং বিদেশ থেকে ১০ হাজার টন মসুর ডাল আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সয়াবিন তেলের বিকল্প হিসেবে প্রচুর পরিমাণে রাইস ব্র্যান অয়েল আমদানির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
উন্নয়নমূলক কাজের মধ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভবনের জন্য ১০৫ কোটি টাকা এবং ময়মনসিংহে ১৯টি বিদ্যুৎ সাবস্টেশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে বাংলাদেশ দূতাবাসের নিজস্ব ভবন নির্মাণের কাজ দ্রুত শেষ করার অনুমোদন দেওয়া হয়েছে।
এমএইচএস

