Logo

অর্থনীতি

এবি ব্যাংক ঢাকা অঞ্চলের ‘কৌশলগত পরিকল্পনা’ সভা অনুষ্ঠিত

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১৭:১৯

এবি ব্যাংক ঢাকা অঞ্চলের ‘কৌশলগত পরিকল্পনা’ সভা অনুষ্ঠিত

এবি ব্যাংক পিএলসি.-এর ঢাকা অঞ্চলের জন্য দিনব্যাপী ‘কৌশলগত পরিকল্পনা ২০২৬’ শীর্ষক একটি সভা সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত এবি ব্যাংক ট্রেনিং একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম। এতে ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি ঢাকা অঞ্চলের সব শাখা ও উপশাখার ব্যবস্থাপকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে ব্যাংকের পূর্ববর্তী বছরের আর্থিক কার্যক্রম ও পারফরম্যান্স বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ২০২৬ সালে নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় কৌশল, কর্মপরিকল্পনা ও অগ্রাধিকারভিত্তিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) রিয়াজুল ইসলাম বলেন, টেকসই প্রবৃদ্ধি, সুশাসন ও গ্রাহকসেবার মান উন্নয়নের মাধ্যমে এবি ব্যাংককে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক প্রতিষ্ঠানে রূপান্তর করাই এই কৌশলগত পরিকল্পনার মূল লক্ষ্য।

সভায় অংশগ্রহণকারীরা বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে ২০২৬ সালের লক্ষ্য অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এবি ব্যাংক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর