Logo

শিক্ষা

কওমি মাদরাসার ১১ সফলতা

Icon

কাজী সিকান্দার

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৭

কওমি মাদরাসার ১১ সফলতা

কওমী মাদরাসার দীর্ঘ পথচলায় সফলতার বিবরণ দীর্ঘ, যা ছোট্ট পরিসরে বর্ণনা দেয়া অতি কষ্টসাধ্য। এর জন্য স্বতন্ত্র গ্রন্থ রচনার দাবি রাখে। তবে এখানে কিছু তুলে ধরা অতি আবশ্যক মনে করছি।

১. কওমী মাদরাসা তার লক্ষ্য ও উদ্দেশ্যের ওপর অটল-অবিচল থেকে কুরআন, হাদীস, ফিকাহ ইত্যাদি বিষয়গুলো শিক্ষা দিয়ে যাচ্ছে। যার বিপরীত অন্য কোনো প্রতিষ্ঠান উপমহাদেশে নেই। 

২. কওমী মাদরাসা মুসলমানদের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রথম থেকে বর্তমান পর্যন্ত ইসলামী জ্ঞানী, পণ্ডিত তথা দক্ষ ও বিজ্ঞ আলেম, দাঈ, মুবাল্লিগ, মুজতাহিদ, মুজাক্কী ও মুজাহিদ তৈরি করে যাচ্ছে। যার বিপরীতে অন্য কোনো প্রতিষ্ঠান নেই।

৩. বর্তমান সময়ে স্বীকৃত যে, প্রকৃত আলেম বা প্রকৃত ইলম থাকলে উপমহাদেশে কওমী মাদরাসায় রয়েছে। এ আস্থা ও বিশ্বাস মুসলমানদের হৃদয়ের গহীনে গ্রোথিত করতে পেরেছে কওমী মাদরাসার ধারক-বাহকরা।

৪. এ প্রতিষ্ঠান থেকে যারাই বেরিয়ে আসছেন তারাই সমাজ ও রাষ্ট্রে ইসলামের খেদমত করে যাচ্ছেন।

৫. তাদের ইখলাস, দুনিয়াত্যাগী মনোভাব, তাদের ইসলামের জন্য চেষ্টা ও সাধনা, দ্বীনের জন্য কষ্ট স্বীকার করা, সব মিলিয়ে তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কাজ করছেন তার রূপ আজ বিশ্বব্যাপী স্বীকৃত।

৬. শত মত ও পথের এ যুগে হক হিসেবে দ্বীনের মশাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কওমী নামক বৃক্ষ যার ছায়াতলে মুসলিম উম্মাহ প্রশান্তির শ্বাস-প্রশ্বাস গ্রহণ করতে পারছে।

৭. ইসলামের বিপক্ষে সব শত্রু চিহ্নিত করা এবং তাদের মোকাবেলায় ময়দানে সচেষ্ট একমাত্র কওমী জনতা।

৮. দুনিয়ার সব উদ্ভূত বাতিলপন্থীর মোকাবিলা করে যাচ্ছে এ কওমী নবীদের উত্তরসূরীগণ। যেখানে যেভাবে বাতিল আত্মপ্রকাশ করছে সেখানে সেভাবে তা প্রতিরোধ ও প্রতিহত করে যাচ্ছেন। মুসলিমদের সচেতন করছেন ও সঠিক পথ দেখাচ্ছেন।

৯. নবীওয়ালা কাজ যথা তালীম, দাওয়াত, তাযকিয়া ও জিহাদের কাজ সারা বিশ্বে করে যাচ্ছেন কওমী উলামায়ে কেরাম।

১০. সর্বোপরি তারা আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দেখানো পথে রয়েছেন এবং সারা বিশ্বের মানুষকে ওই পথে চলার জন্য নিজেদের জান ও মাল কুরবান করে সফলতার দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছেন।

১১. তাদের পদচারণা রয়েছে সমানভাবে জাগতিক প্রতিটি ক্ষেত্রেও। রাজনৈতিক, সামাজিক কার্যক্রমে এবং কর্মমুখী বাস্তব শিক্ষায়। বিজ্ঞানের স্তরগুলোতেও তাদের সফলতা ঈর্ষণীয়। যে পেশায় তারা যুক্ত হচ্ছেন সে পেশায় তারা সফলতার স্বাক্ষর বিশ্বকে দেখাতে সমর্থ হয়েছেন।

মোটকথা কওমী উলামায়ে কেরাম তাদের কর্ম ও লক্ষ্যে শতভাগ সফলতা অর্জন করতে সক্ষম হয়েছেন। তাদের হাত ধরে বিশ্বের কোনো কোনো অঞ্চলে এ যুগে এসেও ইসলামী হুকুমত কায়েম হয়েছে। তাদের হাত ধরে মানুষ আত্মশুদ্ধি করতে পারছে। তাদের মাধ্যমে মানুষ ইসলামের সঠিক ব্যাখ্যা পাচ্ছে। হক ও বাতিল নির্ণয় করে জনগণ সে অনুসারে চলতে পারছে। তাদের হাতে বিশ্বের অসংখ্য অমুসলিম ইসলামের শান্তির ছায়াতলে আশ্রয় নিচ্ছে। তাদের কারণে ভণ্ড নবী দাবিদার, বেদআতী ও অন্যান্য ফেতনা মাথাচড়া দিয়ে উঠতে পারছে না। এগুলো তারা তাদের কাজে যে সফল তারই স্বাক্ষর। তাদের হাত ধরেই সারা বিশ্বে মহান দাওয়াতি কাজ চলছে। এগুলো স্পষ্ট বিষয়, ব্যাখ্যা-বিশ্লেষণের তেমন প্রয়োজন নেই। অপরদিকে তাদের হাত ধরেই দেশে ও সমাজে স্থিতিশীলতা, নৈতিকতা, সততার সাথে উন্নয়নের ধারাগুলো সূচিত হচ্ছে।

লেখক : পরিচালক, ইসলাহ বাংলাদেশ, আশরাফবাদ, ঢাকা-১২১১

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদরাসা শিক্ষা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর