মাত্র ১২ লাখ টাকার চুক্তিতে হত্যা করা হয়েছিল নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক সালমান শাহকে। দীর্ঘ ২৮ বছর আগে আসামি রিজভির দেয়া সেই স্বীকারোক্তি নতুন করে এসেছে আলোচনায়।
১৯৯৭ সালের ১৬৪ ধারায় জবানবন্দিতে রিজভী জানান, সালমান শাহর মৃত্যু ছিল ১২ লাখ টাকার এক হত্যা চুক্তি। যেটি করেছিলেন সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি। এ চুক্তিতে আরো ছিলেন বাংলা সিনেমার খলনায়ক ডন, ডেভিড, ফারুক ও জাভেদ।
ওই জবানবন্দিতে রেজভী সালমান শাহর হত্যার দায় স্বীকার করেন। তিনি জানান, তারা সালমান শাহকে হত্যা করেছেন। আর সেই ঘটনাকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। এ হত্যাকাণ্ডে সামিরা ও তার পরিবারসহ অনেকে জড়িত।
বাংলা সিনেমার ইতিহাসে সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি এক যুগের প্রতীক— এক আবেগের নাম। যার মৃত্যু হয়েছে ঠিকই, তবে রেখে গেছেন পাহাড় সমান স্মৃতি।
ডিআর/এসআর/এক্সএ/এএইচকে


