Logo

বিনোদন

টাকাটা কি সে হালাল করে নিল?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০৮:১৯

টাকাটা কি সে হালাল করে নিল?

বাংলাদেশের মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম বলেছেন, ‘টাকাটা কি সে হালাল করে নিল??’

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা লেখেন।

ওই পোস্টে তিনি বলেন, ‘বিড়ালের দোতলা বাসায় শুধু ঘর মোছার জন্য একজন বুয়া রাখা হয়েছে, যার বেতন ৫৫০০ টাকা। মাসে ৩ দিন তার হাজব্যান্ড অসুস্থ থাকে, ৩ দিন তার বাচ্চারা অসুস্থ থাকে, তারপরের ৩ দিন সে নিজে অসুস্থ থাকে, ৩ দিন সিরিয়াল দিয়ে তার বিভিন্ন আত্মীয়-স্বজন মারা যায় এবং বাকি ৩ দিন সে ছুটি নেয়।’

‘এভাবে করে মাসের ১৫ দিন সে কাজে আসে না। বাকি ১৫ দিন সে কোনো রকমে এসে মোছামুছি করে যায়। আমার প্রশ্ন হলো যে টাকাটা কি সে হালাল করে নিল??’

তিনি আরো লেখেন, ‘এদিকে আমরা গাড়িও চালাই, চুলও বাঁধি, রান্না করি, বিড়ালের সেবা-শুশ্রূষাও করি, আবার বুয়া না আসলে বিড়ালের সব কাজও করি। কারণ দিন শেষে এই বিড়ালগুলো তো আমারই। নিজের কাজ হলে গরজ থাকে, অন্যের কাজে গরজ নাই।’

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর