বছর দুয়েক ধরেই প্রায় লোকচক্ষুর আড়ালে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। কাজ কমিয়েছেন, উপস্থিতিও কম—এমন সময়েই হঠাৎ করেই দিলেন সুখবর। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিয়ের ঘোষণা দিয়ে আবারও আলোচনায় ফিরলেন তিনি।
ফেসবুকে কয়েকটি বিয়ের ছবি শেয়ার করে নির্মাতা জানান, তিনি জীবনসঙ্গী বেছে নিয়েছেন। তবে বিয়েটি ঠিক কবে হয়েছে, সে বিষয়ে কিছু বিস্তারিত জানাননি। ছবির ক্যাপশনে আরিয়ান লিখেছেন, ‘যে মানুষটা সবসময় চায় আপনি ভালো থাকুন— জীবনে তার আগমনই সবচেয়ে বড় আশীর্বাদ।’
নতুন কনের নাম তাহসিন তামান্না। জানা গেছে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করেছেন।
গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আরিয়ান বলেন, সাত বছর আগে তাদের পরিচয়। দীর্ঘ সেই বন্ধুত্বই এবার পরিণত হয়েছে দাম্পত্য সম্পর্কে। তিনি আরও জানান, আসন্ন ঈদুল ফিতরের পরে ঘনিষ্ঠজন, সহকর্মী ও বন্ধুদের নিয়ে একটি অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে তার।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দম্পতিকে শুভেচ্ছা জানাতে ভক্ত ও সহকর্মীদের ভিড় লক্ষ করা যাচ্ছে। নতুন জীবনের জন্য সবার দোয়া কামনা করেছেন জনপ্রিয় এই নির্মাতা।
এসএসকে/

