প্রথমবার লন্ডনে হতে যাচ্ছে বাংলা ফেস্ট ও ঢালিউড অ্যাওয়ার্ড
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৫১
বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে প্রথমবারের মতো লন্ডনে আয়োজন করা হচ্ছে বাংলা ফেস্ট ও ঢালিউড অ্যাওয়ার্ড (বিএফডিএ)। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে এফডিসির ৮ নম্বর ফ্লোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, মহাসচিব শাহীন কবির টুটুল, বিশ্বখ্যাত শেফ টমি মিয়া, যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম (যুক্ত ছিলেন অনলাইনের মাধ্যমে) এবং এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (অনুষ্ঠান) তাসিক আহমেদসহ অনেকে।
সমিতির পক্ষ থেকে জানানো হয়, বিশ্ববিখ্যাত শেফ টমি মিয়া এমবিই–এর সহযোগিতায় আগামী বছরের অক্টোবর মাসে লন্ডনে অনুষ্ঠিত হবে “টমি মিয়া’স ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬”। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে অংশ নেবেন চলচ্চিত্র, সংগীত ও বিনোদন অঙ্গনের জনপ্রিয় তারকারা।
পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন বলেন, ‘এই আয়োজন বাংলাদেশের সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে। পাশাপাশি স্থানীয় প্রতিভা ও বৃহত্তর বিশ্বদর্শকের মাঝে নতুন সংযোগ সৃষ্টি করবে।’
পরিচালক সমিতির মহাসিচব শাহীন কবির টুটুল বলেন, ‘আমরা এই অনুষ্ঠানটি নিয়ে আশাবাদী। আশা করছি এটা আমাদের জন্য একটা বড় অর্জন হয়ে থাকবে।’
পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বলেন, ‘পুরস্কার আয়োজন নিঃসন্দেহে দারুণ ব্যাপার। সেই সঙ্গে আয়োজকরা যদি সিনেমা প্রযোজনা করেন তাহলে আরও ভালো হবে। আমাদের ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আমি আয়োজক টমি মিয়ার নিকট অনুরোধ করবো তিনি যেন সিনেমাও নির্মাণ করেন।’
নায়ক বাপ্পারাজ ও চিত্রনায়িকা অপু বিশ্বাস অনুষ্ঠানের সাফল্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আয়োজক টমি মিয়া বলেন, ‘সিনেমা অঙ্গনের মানুষের সঙ্গে আমার পচিয় দীর্ঘ দিনের। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি ভালোলাগা ছিল। সেই ভালো লাগা থেকেই আমার মনে হয়েছে সিনেমার মানুষদের সম্মানিত করা যায়। সেই লক্ষেই এই উদ্যোগ। পরিচালক সমিতি আমার পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।’
অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক নিরব হোসেন, সংগীতশিল্পী মেহরীন, সালাউদ্দিন লাভলু, দেওয়ান নজরুল, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, বুলবুল বিশ্বাস, অপূর্ব রানা, সাইমন তারেকসহ চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব।
উল্লেখ্য, ব্রিটিশ ও বাংলাদেশি খাবারের বিশ্বদূত হিসেবে পরিচিত টমি মিয়া এমবিই গত তিন দশক ধরে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি রন্ধনশৈলীর প্রচারে বিশেষ ভূমিকা রেখে আসছেন।
এসএসকে/

