Logo

বিনোদন

'তাদের ঘেউ ঘেউ করতে দাও', স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০০:৫৬

'তাদের ঘেউ ঘেউ করতে দাও', স্ট্যাটাসে ক্ষোভ ঝাড়লেন শবনম ফারিয়া

জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নারীদের নিয়ে সমাজে প্রচলিত নেতিবাচক আচরণ ও মিথ্যা অপবাদ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতা ও ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।


মঙ্গলবার দিবাগত রাতে এক স্ট্যাটাসে তিনি জানান, একজন নারী যত বেশি আত্মবিশ্বাসী হন, সমাজের কিছু মানুষ তার বিরুদ্ধে তত মিথ্যা রটাতে শুরু করে।
স্ট্যাটাসে ফারিয়া লেখেন, 'যখন একজন নারীর আত্মবিশ্বাস কারও ইগোর চেয়ে বড় হয়ে যায়, যখন তার সাফল্য অন্যের অসুরক্ষাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, কিংবা যখন তার শক্তি অন্যদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়— তখনই তার সম্পর্কে মিথ্যা ছড়ানো শুরু হয়।'


তিনি আরও বলেন, অনেক সময় বিষয়টি বিদ্বেষেরও নয়—এটা এক ধরনের অবসেশন।
তার ভাষায়, 'একটা ক্লান্ত, করুণ অবসেশন— যেখানে কেউ একজন তার অস্তিত্বই স্বীকার না করা একজন নারীকে নিয়ে দিনের পর দিন কুৎসা রটায়। আমাদের ভাষায় এরা সার্জারির পর অ্যাপেনডিক্সের মতো— একদমই অপ্রয়োজনীয়।'


স্ট্যাটাসের শেষদিকে দৃঢ় কণ্ঠে ফারিয়া লিখেছেন, 'ওদের ঘেউ ঘেউ করতে দাও। আমরা যারা উঠে দাঁড়াই- আমরা সবসময় তাদের মিথ্যার চেয়ে আরও শক্তিশালী, আরও উঁচু এবং আরও দৃপ্ত হয়ে থাকব।'
তিনি এটি সকল দৃঢ়চেতা নারীর পক্ষ থেকে বলা একটি বার্তা বলেও উল্লেখ করেন।


স্ট্যাটাসটি প্রকাশের পর কমেন্ট বক্সে নেটিজেনদের ব্যাপক সমর্থন ও প্রশংসার ঢল নেমেছে। অনেকেই শবনম ফারিয়ার সাহসী বার্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।


এস‌এসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিনোদন শবনম ফারিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর