চার দল থেকে নির্বাচন করার প্রস্তাব পেলেন হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৭
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম— যাকে সবাই চেনেন হিরো আলম নামে। অতীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে ব্যাপক সাড়া ফেলেছিলেন তিনি। এবারও ব্যতিক্রম নয়; তবে নতুনত্ব হলো— স্বতন্ত্র নয়, কোনো রাজনৈতিক দলের প্রতীকেই লড়তে পারেন তিনি।
তফসিল ঘোষণার পর থেকেই হিরো আলম নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলে জানা গেছে। তার ভাষায়, এবার দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে তিনি গুরুত্বসহকারে ভাবছেন।
হিরো আলম বলেন, ‘আগে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছি। এবার কয়েকটি রাজনৈতিক দল আমাকে তাদের প্রতীকে লড়ার আমন্ত্রণ জানিয়েছে। তাই সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছি। এখনই কোন দলের নাম বলছি না— সময় হলে জানাবো।’
তিনি জানান, ইতোমধ্যে চারটি রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করেছে এবং প্রত্যেকেই তাকে মনোনয়নের ব্যাপারে ইতিবাচক সংকেত দিয়েছে। তবে তিনি এখনো কোনো দলকে চূড়ান্ত প্রতিশ্রুতি দেননি।
কোন কোন দল যোগাযোগ করেছে— জানতে চাইলে হিরো আলম জানান, গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি তার কাছে প্রার্থী হওয়ার প্রস্তাব পাঠিয়েছে।
হিরো আলম বলেন, ‘দল যাই হোক, আমার উদ্দেশ্য একটাই— মানুষের জন্য কাজ করা। যে দলই আমাকে নিক, আমি যেন জনগণের পাশে থাকতে পারি, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
রাজনীতিতে তার নিয়মিত সক্রিয়তা, প্রচারণা ও সাহসী উপস্থিতি তাকে বারবার আলোচনায় আনে। এবার যদি দলের প্রতীকে নির্বাচনের মাঠে নামেন, তা হলে তার রাজনৈতিক যাত্রায় এটি হবে এক নতুন অধ্যায়।
এসএসকে/

