Logo

বিনোদন

‘এখানে এসে মনে হয়নি আমি অন্য দেশের অভিনেত্রী’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯

‘এখানে এসে মনে হয়নি আমি অন্য দেশের অভিনেত্রী’

চিত্রনায়ক সিয়াম আহমেদকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘রাক্ষস’। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের এই ছবির নায়িকা কে হচ্ছেন— তা নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। নানা জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে চূড়ান্ত করা হয় ছবির প্রধান নারী চরিত্রে।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এফডিসিতে সিনেমাটির ফার্স্ট লুক টিজার প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুস্মিতা। এর মধ্য দিয়ে বাংলাদেশের চলচ্চিত্রে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটছে তার। কয়েক দিন ধরেই ঢাকায় অবস্থান করে তিনি নীরবে ‘রাক্ষস’-এর শুটিংয়ে অংশ নিচ্ছেন।

সংবাদ সম্মেলনে সুস্মিতা বলেন, ‘কলকাতায় বহু নির্মাতার সঙ্গে কাজ করার সুযোগ হলেও বাংলাদেশে এই প্রথম কাজ করছেন তিনি। মেহেদী হাসান হৃদয়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি জানান, সিয়ামের মতো একজন অভিনেতার বিপরীতে অভিনয় করতে পারাটা তার জন্য সৌভাগ্যের। পাশাপাশি সিনেমার গল্প নিয়েও তিনি দারুণ আশাবাদী।

বাংলাদেশে কাজের অভিজ্ঞতা নিয়ে আবেগী কণ্ঠে সুস্মিতা বলেন, ‘এখানে এসে এক মুহূর্তের জন্যও মনে হয়নি আমি অন্য দেশের অভিনেত্রী। ‘রাক্ষস’-এর পুরো টিম আমাকে পরিবারের সদস্যের মতো গ্রহণ করেছে। এই আন্তরিকতাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া।’

টালিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে অভিনয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ‘প্রেম টেম’, ‘ম্যারাডোনার জুতো’, ‘খেলা যখন’ ও ‘চেঙ্গিজ’সহ একাধিক সিনেমায় তার উপস্থিতি নজর কেড়েছে।

অন্যদিকে সিয়াম আহমেদ জানান, ‘রাক্ষস’-এর চরিত্রের জন্য তাকে প্রায় নয় মাস ধরে শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে হয়েছে। তার ভাষায়, ভালোবাসা থেকে জন্ম নেওয়া সহিংসতার এক গভীর রূপ দর্শক এই সিনেমায় দেখতে পাবেন।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ২০২৬ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাক্ষস’।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সিয়াম আহমেদ চলচ্চিত্র

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর