Logo

বিনোদন

শ্রীলঙ্কায় উড়াল দিচ্ছেন সিয়াম আহমেদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ২১:৫৫

শ্রীলঙ্কায় উড়াল দিচ্ছেন সিয়াম আহমেদ

আসন্ন ঈদুল ফিতরকে লক্ষ্য করে পুরোদমে এগোচ্ছে নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘রাক্ষস’। গত মাসে শুটিং শুরু হওয়ার পর ফার্স্ট লুক প্রকাশিত হতেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল বাড়তে থাকে। এতে প্রধান চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক সিয়াম আহমেদকে, আর তার বিপরীতে অভিনয় করছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

নির্মাতা সূত্র জানায়, ‘রাক্ষস’ মূলত এক অন্ধকার ও সহিংস জগতকে ঘিরে নির্মিত। সিনেমাটিতে থাকবে তীব্র ভায়োলেন্স, রাফ স্টোরিটেলিং এবং ভিন্নধর্মী উপস্থাপন—যা দেশীয় সিনেমায় তুলনামূলকভাবে খুব কমই দেখা যায়। ইতোমধ্যে ঢাকায় সিনেমার গুরুত্বপূর্ণ অংশের শুটিং শেষ হয়েছে। এই শিডিউলে টানা চার দিন কাজ করেছেন সুস্মিতা চ্যাটার্জি। ঢাকার কাজ শেষ করে তিনি কলকাতায় ফিরে গেছেন।

নতুন খবর হলো, আগামী ৪ জানুয়ারি ‘রাক্ষস’-এর পুরো ইউনিট শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে। সেখানে সিয়াম আহমেদের সঙ্গে আবারও শুটিংয়ে যোগ দেবেন সুস্মিতা চ্যাটার্জিসহ সিনেমার আরও কয়েকজন শিল্পী। শ্রীলঙ্কায় প্রায় দুই সপ্তাহ ধরে চলবে টানা শুটিং।

এদিকে ঘনিষ্ঠ মহলের গুঞ্জন, সিনেমাটিতে খলনায়কের চরিত্রে একজন বলিউড অভিনেতাকে দেখা যেতে পারে। শ্রীলঙ্কা ইউনিটে তার যোগ দেওয়ার সম্ভাবনা থাকলেও বিষয়টি আপাতত গোপন রাখতে চান নির্মাতারা।

শ্রীলঙ্কার পর ‘রাক্ষস’-এর কিছু অংশের শুটিং হবে মালয়েশিয়াতেও। বিদেশের শিডিউল শেষ করে ঢাকায় ফিরে বাকি দৃশ্য ধারণের মাধ্যমে সিনেমাটির ক্যামেরা ক্লোজ করার পরিকল্পনা রয়েছে টিমের। সবকিছু ঠিক থাকলে ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ভিন্ন ধারার এই সিনেমা ‘রাক্ষস’।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চলচ্চিত্র সিয়াম আহমেদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর