বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী তাসনুভা তিশা। পর্দায় সাবলীল অভিনয়ে দর্শকদের নজর কাড়লেও বাস্তবে একটি অদ্ভুত ভয় কাজ করে তার ভেতরে—অডিশন ভীতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই দুর্বলতার কথা অকপটে স্বীকার করেছেন তিনি।
তিশা জানান, শুটিংয়ের নির্দিষ্ট পরিবেশ, লাইট ও ক্যামেরার সেট না থাকলে তিনি চরিত্রের ভেতরে ঢুকতেই পারেন না। সে কারণেই অডিশনের কথা শুনলেই নার্ভাস হয়ে পড়েন। অভিনেত্রীর ভাষায়, ‘আমি তো কখনো আনুষ্ঠানিকভাবে অভিনয় শিখিনি। অডিশন দিতে গেলে আমার মনে হয়, নিশ্চিতভাবেই আমাকে বাদ দেওয়া হবে। তাই সিনেমার মিটিংয়েই বলেছিলাম, অডিশন ছাড়া নিলে নিতে পারেন।’
এই ভীতির কারণেই শাকিব খানের একটি সিনেমার জন্য ডাক পেলেও অডিশনে অংশ নেননি তিশা। তিনি বলেন, শুটিং সেটে সহশিল্পী ও টিমের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি না হলে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। সেই স্বচ্ছন্দতা ছাড়া নিজের সেরাটা দিতে পারেন না বলেই অডিশনের চাপ এড়িয়ে চলেন তিনি।
কাজের দিক থেকে অবশ্য বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। বর্তমানে নাটক ও মিউজিক ভিডিও নিয়েই তার সময় কাটছে বেশি। সম্প্রতি সুনামগঞ্জে একটি মিউজিক ভিডিওর শুটিং শেষ করেছেন তিনি। পাশাপাশি একটি বড় প্রজেক্ট নিয়ে কথাবার্তাও চলছে, যা আগামী ফেব্রুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে গোপনীয়তার কারণে সেই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত জানাতে আপাতত নারাজ তিশা।
অডিশনভীতি থাকলেও নিজের কাজের মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়াই এখন তাসনুভা তিশার প্রধান লক্ষ্য।
এসএসকে/

