মৌসুমীর ঠাট্টা
সামাল দিতে না পারায় শাবনূরকে মৌসুমীর সতীন বানাতে পারেনি ওমর সানী!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ২০:২৩
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমরসানী মাঝে মাঝেই দূর আমেরিকায় থাকা স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ভিডিও কলে কথা বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। তেমনি শুক্রবার বিকেলে মৌসুমীর সঙ্গে ভিডিও কলের দৃশ্য প্রকাশ করেন। যে ভিডিওতে মৌসুমীর সঙ্গে শাবনূরকেও দেখা যায়। ভিডিওটি প্রকাশ করে ওমর সানী লিখেছেন, ‘দুইজন লিজেন্ড একসাথে এবং কতটুকু শ্রদ্ধা, এখন কি সেটা আছে? বাংলাদেশ থেকে আমেরিকা কিন্তু মন এক জায়গায়। LOVE।’
সম্প্রতি শাবনূর অস্ট্রেলিয়া থেকে আমেরিকায় এসেছেন। সেই সুবাদে মৌসুমীর সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সাক্ষাতের সময়টি স্মরণীয় করে রাখতেেই মৌসুমী ভিডিও কলে ওমরসানীর সঙ্গে কথা বলেন। সেই সময় মৌসুমী ওমরসানীর সঙ্গে বেশ ঠাট্টাও করেন।
ওমরসানীকে ভিডিওকলে মৌসুমী জানান, তার জন্য একটা সারপা্রাইজ আছে। আর তখনি ভিডিওকলে হাজির হন শাবনূর। সেসময় ওমরসানী শাবনূরের প্রশংসা করে বলেন, তারা দুজন লিজেন্ড। একে অপরকে আলাদা করা যায় না। শাবনূর ও মৌসুমীর নাম একত্রে উচ্চারিত হয়। জবাবে শাবনূর বলেন, ‘আমরা মোল্লা বাড়ির বউ’। অপরদিকে মৌসুমী ঠাট্টার ছলে ওমর সানীর উদ্দেশ্যে বলেন, ‘তুমি সামাল দিতে পারোনি বলে শাবনূরকে বিয়ে করতে পারো নাই।’
এভাবেই তারা হাসি-ঠাট্টায় মেতে উঠেন। শেষে ওমরসানী শাবনূর ও মৌসুমীর জন্য দোয়া করেন।
উল্লেখ্য, মোল্লা বাড়ির বউ সিনেমায় শাবনূর ও মৌসুমীকে সতীনের চরিত্রে দেখা যায়। তাদের বিপরীতে ছিলেন চিত্রনায়ক রিয়াজ।
এসএসকে/

