গত বছরের শুরু থেকেই বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও দক্ষিণী তারকা ধানুশের সম্পর্ক নিয়ে নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে। মাঝামাঝি সময়ে সেই গুঞ্জন আরও জোরালো হলেও গত আগস্টে ম্রুণাল স্পষ্ট করে জানিয়েছিলেন, ধানুশ তাঁর কাছে শুধুই একজন ভালো বন্ধু।
তবে এবার নতুন করে আলোচনায় এসেছে তাঁদের বিয়ে। ভারতীয় গণমাধ্যমের দাবি, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডেতেই বিয়ে করতে যাচ্ছেন এই দুই তারকা।
প্রতিবেদনে বলা হচ্ছে, বিয়েটি হবে একেবারেই ঘরোয়া আয়োজনে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই নাকি সম্পন্ন হতে পারে অনুষ্ঠানটি। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত ম্রুণাল বা ধানুশ, কিংবা তাঁদের টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখার চেষ্টা করেছেন এই দুই অভিনয়শিল্পী। তবু তাঁদের ঘিরে প্রেম ও বিয়ের গুঞ্জন বারবার শিরোনামে এসেছে। বিশেষ করে গত আগস্টে ‘সন অব সরদার ২’-এর বিশেষ প্রদর্শনীতে ধানুশের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দেয়। সে সময় একাধিক ভারতীয় সংবাদমাধ্যম দাবি করেছিল, ম্রুণালের জন্যই চেন্নাই থেকে মুম্বাই উড়ে এসেছিলেন ধানুশ। যদিও তখন ম্রুণাল জানিয়েছিলেন, তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন ছবির প্রযোজক অজয় দেবগন।
ওই অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জল্পনা আরও বাড়ে। ভিডিওতে ম্রুণাল ও ধানুশকে হাত ধরে থাকতে এবং কানে কানে কথা বলতে দেখা যায়। পাশাপাশি ধানুশ অভিনীত ‘তেরে ইশ্ক মে’ ছবির র্যাপআপ পার্টিতে ম্রুণালের উপস্থিতি এবং ১ আগস্ট ম্রুণালের জন্মদিনের পার্টিতে ধানুশের যোগ দেওয়াও অনুরাগীদের কৌতূহল বাড়িয়েছে।
এ ছাড়া ধানুশের দুই বোন— কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ম্রুণালের ইনস্টাগ্রামে ফলো করা এবং তাঁদের কাছ থেকে ফলোব্যাক পাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে। কারণ, ইন্ডাস্ট্রির খুব কম মানুষই ধানুশের পরিবারের সদস্যদের সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।
নিউজ ১৮–এর এক প্রতিবেদনে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে বলা হয়েছে, 'তাঁরা ডেট করছেন—এটা সত্যি। তবে সম্পর্কটি এখনও নতুন, তাই আপাতত প্রকাশ্যে আনতে চান না।'
উল্লেখ্য, ধানুশ এর আগে সুপারস্টার রজনীকান্তের কন্যা ও নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেন। ২০২২ সালে তাঁরা আলাদা থাকার সিদ্ধান্ত নেন এবং ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে।
এসএসকে/

