Logo

বিনোদন

আবারও মা হওয়ার গুঞ্জন! যে জবাব দিলেন বুবলী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১৮:৫১

আবারও মা হওয়ার গুঞ্জন! যে জবাব দিলেন বুবলী

প্রথম সন্তান জন্মের পাঁচ বছর পর আবারও ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীকে ঘিরে মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছে। সম্প্রতি এক সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন করে আলোচনার কেন্দ্রে আসেন তিনি। অনুষ্ঠানে সাদা পোশাকে পরীর মতো লুকে হাজির হন বুবলী। তার পোশাক ও চলাফেরায় বেবিবাম্প স্পষ্টভাবে ক্যামেরায় ধরা পড়ায় গুঞ্জন আরও জোরালো হয়।

অনুষ্ঠান চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বুবলী। কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্নের পাশাপাশি উঠে আসে দ্বিতীয়বার মা হওয়ার প্রসঙ্গও। তবে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে কৌশলে বিষয়টি এড়িয়ে যান তিনি।

রহস্য রেখে বুবলী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে মানুষের আগ্রহ থাকাটাই স্বাভাবিক, আর তিনি সেটাকে সম্মান করেন। সাংবাদিকরা মূলত দর্শকদের অনুভূতিই তার কাছে তুলে ধরেন বলেও জানান তিনি।

তবে অভিনেত্রীর মতে, ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলার জন্য আলাদা সময় ও উপলক্ষ থাকা উচিত। যেহেতু তিনি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তাই সেখানে এসব আলোচনা না হওয়াই ভালো বলে মন্তব্য করেন বুবলী।

ভুল তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের বিষয়েও নিজের অবস্থান জানান বুবলী। তিনি বলেন, অনেক সময় তার বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করা হয়, যা ঠিক নয়। শুটিংয়ের ব্যস্ততায় ফোন ধরতে না পারলেও অন্তত একটি মেসেজ আশা করেন তিনি। যদি তিনি মেসেজের জবাব না দেন, তার মানে ওই বিষয়ে তিনি তখন কথা বলতে চান না। অথচ কথা না বলেই তার নামে বক্তব্য প্রচার করা দুঃখজনক বলে মন্তব্য করেন অভিনেত্রী।

উল্লেখ্য, গত বছরের শেষ দিকে সাবেক স্বামী ও চিত্রনায়ক শাকিব খান এবং ছেলে বীরকে নিয়ে আমেরিকায় দীর্ঘ ছুটি কাটান বুবলী। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।

এরপর থেকেই তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়ায়। তবে এখন পর্যন্ত এ বিষয়ে বুবলী কিংবা শাকিব খান— কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না করায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শবনম বুবলী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর