Logo

বিনোদন

সাবেক স্ত্রীর মামলায় স্থায়ী জামিন পেলেন হিরো আলম

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৭:২২

সাবেক স্ত্রীর মামলায় স্থায়ী জামিন পেলেন হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম অবশেষে সাবেক স্ত্রী রিয়া মনির করা মামলা থেকে স্থায়ী জামিন পেলেন। বুধবার (২১ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত মামলার শুনানি শেষে এই জামিনের আদেশ দেন। বিষয়টি হিরো আলম নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলাটি করা হয়েছিল ২০২৫ সালের ২৩ জুন রাজধানীর হাতিরঝিল থানায়, যেখানে রিয়া মনি হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মামলা করেন। পরে বাদীপক্ষের আবেদন অনুযায়ী ১২ নভেম্বর আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন।

হিরো আলম বলেন, ‘অবশেষে আমি মামলাটি থেকে মুক্তি পেয়েছি। সব অভিযোগই মিথ্যা ছিল। এখন সব ভুলে সামনে এগোতে চাই।’

এদিকে হিরো আলম প্রথমে ‘আমজনতা’ দল থেকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা ফরম গ্রহণ না করায় নির্বাচনে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়ে। যদিও ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায় এই শঙ্কা দূর করেছে, তারপরও হিরো আলম নিজে শেষ মুহূর্তে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

এসএসকে/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হিরো আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর