Logo

স্বাস্থ্য

ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু নভেম্বরে

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১০:৩১

ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু নভেম্বরে

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বর মাসের ২৬ দিনে ৯৪ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। আর এ পর্যন্ত ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।

গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ৫৬৭ জন রোগী। তাদের নিয়ে চলতি বছর মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৭৮৪ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের গতকাল বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে মৃত্যু হওয়া সাতজনের একজন চট্টগ্রাম বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের এবং দুইজন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।

চলতি নভেম্বর মাসে মোট ২২ হাজার ৯১২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৯৪ জনের। এক মাসে আক্রান্ত ও মৃত্যুর এই সংখ্যা এ বছরের সর্বোচ্চ।

এ ছাড়া জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে মাসে তিন জন, জুন মাসে ১৯ জন, জুলাই মাসে ৪১ জন, অগাস্ট মাসে ৩৯ জন, সেপ্টেম্বর মাসে ৭৬ জন এবং অক্টোবরে ৮০ জনের মৃত্যুও হয় ডেঙ্গুতে। মার্চ মাসে এ রোগে কারো মৃত্যু হয়নি।

জানুয়ারিতে ১১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১৭৭৩ জন, জুন মাসে ৫৯৫১ জন, জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন, সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

বিকেপি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ডেঙ্গু ভাইরাস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর