নেতানিয়াহুসহ ৩৭ ইসরায়েলি নেতার বিরুদ্ধে তুরস্কের গ্রেপ্তারি পরোয়ানা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৪০
ছবি : সংগৃহীত
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুল প্রসিকিউটর অফিস।
শুক্রবার (৭ নভেম্বর) তুরস্কের ইস্তাম্বুল শহরের শীর্ষ সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা প্রকাশ করা হয়।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভি এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির। তুরস্কের অভিযোগ, গাজায় ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তা পরিকল্পিত ও ধারাবাহিক গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত।
তুরস্কি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় তাদের নির্মিত তুর্কি-ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালে ইসরায়েলি বিমান হামলার ঘটনাও তদন্তের আওতায় আনা হয়েছে। গত বছর তুরস্ক দক্ষিণ আফ্রিকার সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতে (আসিজি) ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলায় যোগ দিয়েছিল।
ইসরায়েল এই গ্রেপ্তারি পরোয়ানার কঠোর নিন্দা জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বলেছেন, এটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের ‘রাজনৈতিক প্রচারণা বা পিআর কৌশল’ হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার (১০ অক্টোবর) থেকে গাজায় নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আঞ্চলিক শান্তি পরিকল্পনার অংশ।
এমএইচএস

