মামদানিকে চ্যালেঞ্জ জানিয়ে নিউইয়র্ক যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:০৬
গাজায় সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা পরোয়ানা থাকা সত্ত্বেও পরিকল্পিত নিউইয়র্ক সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আইসিসির পরোয়ানা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।
স্থানীয় সময় বুধবার (৩ ডিসেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক ফোরামের এক ভার্চুয়াল সাক্ষাৎকারে নিউইয়র্ক সফরের পরিকল্পনা নিয়ে জানতে চাইলে নেতানিয়াহু বলেন, ‘হ্যাঁ, আমি নিউইয়র্কে আসব।’
মামদানির সঙ্গে দেখা করতে চান কিনা এমন প্রশ্নে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘যদি তিনি মত পরিবর্তন করে বলেন যে আমাদের (ইসরাইলের) রাষ্ট্র হিসেবে বেঁচে থাকার অধিকার আছে, সেক্ষেত্রে আলোচনা হতে পারে।’
গত নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে বিশাল ব্যবধানে পরাজিত করে নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন ৩৪ বছর বয়সি ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। তিনি একাধিকবার বলেছেন, ইসরাইলের অস্তিত্বের অধিকারের প্রতি তার সমতর্থন রয়েছে।
তবে কোনো রাষ্ট্রের নাগরিকত্বের কাঠামো ধর্মের ওপর ভিত্তি করে ‘স্তরবিন্যাস’ তৈরি করা উচিত নয়, এই যুক্তিতে তিনি ইসরাইলের ‘ইহুদি রাষ্ট্র’ হিসেবে থাকার অধিকারের বিষয়ে সরাসরি সমর্থন জানাননি।
মেয়র নির্বাচিত হওয়ার পর মামদানি ঘোষণা দিয়েছেন, আইসিসির ওয়ারেন্টভুক্ত যেকোনো নেতাকে গ্রেফতারে নিউইয়র্ক পুলিশ বিভাগকে অনুমতির প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আসামি নেতানিয়াহু কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেই হোক না।
হেগভিত্তিক আইসিসি গত বছর জানিয়েছিল, গাজায় ইসরাইলের নির্বিচার গণহত্যার দায়ে নেতানিয়াহু যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে।
ইসরাইলের বাইরে ইহুদি জনগোষ্ঠীর বিশাল একটি অংশ নিউইয়র্কে বসবাস করে। এছাড়া এই শহরেই জাতিসংঘের সদর দফতর অবস্থিত; যেখানে বিশ্বের অন্যসব দেশের নেতাদের মতো নেতানিয়াহুও নিয়মিত জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেন।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের গণহত্যায় গাজায় এখন পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরাইলের হামলায় আহত হয়েছেন আরও প্রায় ১ লাখ ৭১ হাজার।
সূত্র : টিআরটি

