Logo

আন্তর্জাতিক

পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:০৫

পাকিস্তানজুড়ে আন্দোলনের ডাক দিলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশজুড়ে গণআন্দোলনের ডাক দিয়েছেন। গত শনিবার পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) একটি বিশেষ আদালত ইমরান ও তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দেন। এ রায়ের প্রতিবাদে দেশজুড়ে প্রতিবাদের ডাক দেন তিনি। একই সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টে এ রায়কে চ্যালেঞ্জ করারও ঘোষণা দিয়েছেন। খবর দ্য ডনের।

কারাগারে থাকায় সামাজিক মাধ্যমে ইমরান খানের সরাসরি প্রবেশের অধিকার নেই। তবে এক্সে তাঁর আইনজীবী একটি কথোপকথনের বিবরণ প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, ‘আমি খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে বার্তা পাঠিয়েছি। নিজেদের অধিকারের জন্য পুরো জাতিকে জেগে উঠতে হবে।’ 

ইমরান বলেছেন, এ রায় শুনে তিনি অবাক হননি, বরং তাঁর আইনি দলকে রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছেন। ন্যায়বিচার পাওয়ার সব দুয়ারই যখন রুদ্ধ, তখন প্রতিবাদের রাজপথই দলের একমাত্র ভরসা। তাই তিনি কর্মী-সমর্থকদের রাজপথের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পিটিআই মহাসচিব সালমান আকরাম রাজা জানান, দলের আইনজীবীদের তথ্যমতে, সাবেক প্রধানমন্ত্রীকে নির্জন কারাবাসে রাখা হয়েছে। আসন্ন বিচারকাজের জন্য জারি করা বিজ্ঞপ্তিতে আদালত কক্ষে এমনকি পরিবারের সদস্যদের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে এবং বিচারকরা দূর থেকে ভিডিও লিংকের মাধ্যমে হাজিরা দেবেন।

আদালতের বিদ্যমান আদেশে ইমরান খানের জন্য উন্মুক্ত ও সুষ্ঠু বিচারের অধিকার নিশ্চিত করা হয়েছিল, অথচ মঙ্গলবার ও বৃহস্পতিবার তাঁর নির্ধারিত সাক্ষাৎগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। পিটিআই প্রতিষ্ঠাতার সঙ্গে সাক্ষাতের দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে প্রত্যাখ্যান করেছেন রাজা।

পিটিআই নেতা আসাদ কায়সার ও শেখ ওয়াকাস আকরাম বলেন, বর্তমানে শান্তিপূর্ণ ও সাংবিধানিক পন্থায় প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই। আলিমা খান এ রায়কে একটি ‘পূর্বলিখিত চিত্রনাট্য’ বলে মন্তব্য করেছেন। 

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান আন্দোলন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর