রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে একটি গাড়ি বিস্ফোরণে দেশটির এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির তদন্ত সংস্থা আজ এ তথ্য জানিয়েছে ।
রাশিয়ার গুরুত্বপূর্ণ অপরাধের তদন্তকারী কমিটি এক বিবৃতিতে জানায়, গাড়ি বিস্ফোরণে জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।
তদন্তকারী সংস্থাটি আরও জানিয়েছে, ‘ঘটনাটিকে একটি ‘হত্যাকাণ্ড’ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করা হয়েছে।
তারা জানায়, প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে ‘ইউক্রেনীয় বিশেষ বাহিনীর’ ‘সংশ্লিষ্টতা’ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে।
আইএইচ/

