Logo

আন্তর্জাতিক

রাশিয়ায় গাড়ি বিস্ফোরণে জেনারেল নিহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৮

রাশিয়ায় গাড়ি বিস্ফোরণে জেনারেল নিহত

রাশিয়ার রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে একটি গাড়ি বিস্ফোরণে দেশটির এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানা গেছে। দেশটির তদন্ত সংস্থা আজ এ তথ্য জানিয়েছে ।

রাশিয়ার গুরুত্বপূর্ণ অপরাধের তদন্তকারী কমিটি এক বিবৃতিতে জানায়, গাড়ি বিস্ফোরণে জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

তদন্তকারী সংস্থাটি আরও জানিয়েছে, ‘ঘটনাটিকে একটি ‘হত্যাকাণ্ড’ হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করা হয়েছে। 

তারা জানায়, প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে ‘ইউক্রেনীয় বিশেষ বাহিনীর’ ‘সংশ্লিষ্টতা’ থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে।

আইএইচ/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিস্ফোরণ রাশিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর