Logo

আন্তর্জাতিক

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১১:৫২

মাহাথির মোহাম্মদ হাসপাতালে ভর্তি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (১০০) আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ (১০০) আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নিজের বাড়িতে এক কক্ষ থেকে অন্য কক্ষে যাওয়ার সময় তিনি পড়ে যান। পরে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। যেখানে বর্তমানে ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে স্বাস্থ্যগত সমস্যায় ভুগে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার এ বর্ষীয়ান নেতা। সর্বশেষ জুলাই মাসে নিজের শততম জন্মদিন উপলক্ষে আয়োজিত পিকনিকে অংশ নেওয়ার পর ক্লান্তিজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি।

মঙ্গলবার মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানান, বাসায় হঠাৎ ‘পড়ে যাওয়ার’ পর তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে আনা হয়েছে। সেখানে তিনি এখন ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।

ইউসুফ এএফপিকে বলেন, তার জ্ঞান আছে। আমি জানি না তাকে ভর্তি করা হবে কি না। এখনো এ বিষয়ে বলার সময় আসেনি।

তিনি আরও বলেন, বারান্দা থেকে বৈঠকখানার দিকে যাওয়ার সময় তিনি পড়ে যান। তবে মাহাথিরের স্বাস্থ্য নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি ইউসুফ।

প্রসঙ্গত, মাহাথিরের হৃদরোগের চিকিৎসায় আগে বাইপাস সার্জারি করা হয়েছে। তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৮১ থেকে ২০০৩ পর্যন্ত দায়িত্বে ছিলেন এবং দ্বিতীয়বার ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত দেশ পরিচালনা করেছেন। দ্বিতীয় মেয়াদে ৯৪ বছর বয়সে তিনি বিশ্বের সবচেয়ে বয়সী নির্বাচিত নেতা ছিলেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মালয়েশিয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর