নিউ জার্সিতে একই পরিবারের ৩ সদস্যকে হত্যা, ঘাতক নিহত
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৩
যুক্তরাষ্ট্রের নিউ জার্সির পিসকাটাওয়ে শহরে একটি বাড়িতে একই পরিবারের তিন সদস্যকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ছুরি হাতে থাকা এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে পুলিশ। পরে বাড়ির ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিউ জার্সি অ্যাটর্নি জেনারেলের দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে পিসকাটাওয়ে পুলিশ বিভাগের সদস্যরা রিভার রোডের ওই বাড়িতে যান। এর আগে ৯১১ নম্বরে ফোন করে এক ব্যক্তি জানান, বাড়ির ভেতরে একজন ছুরি হাতে রয়েছে।
পুলিশ জানায়, বাড়িতে প্রবেশের পর কর্মকর্তারা ছুরি হাতে থাকা ওই ব্যক্তির মুখোমুখি হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালানো হলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
পরে বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে পুলিশ আরও তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতদের পরিচয় সোমবার রাত পর্যন্ত প্রকাশ করা হয়নি। তাদের মৃত্যুর কারণ ও ঘটনার প্রেক্ষাপট খতিয়ে দেখছে মিডলসেক্স কাউন্টি প্রসিকিউটরের দপ্তর।
পিসকাটাওয়ে টাউনশিপ পুলিশ বিভাগ প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেছে এবং জানিয়েছে, এটি বিচ্ছিন্ন একটি ঘটনা বলেই ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষের জন্য কোনো চলমান হুমকি নেই বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিউ জার্সি স্টেট পিবিএর প্রেসিডেন্ট পিটার আন্দ্রেয়েভ ঘটনাটিকে ভয়াবহ অপরাধ হিসেবে উল্লেখ করেন। তিনি জানান, ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক মূল্যায়ন করা হচ্ছে।
সোমবার রাত ৯টার দিকে রিভার রোডের ৮০০ ব্লকের ওই বাড়ির সামনে একাধিক টাউনশিপ পুলিশ কর্মকর্তা, গোয়েন্দা যান ও একটি অ্যাম্বুলেন্স মোতায়েন থাকতে দেখা যায়। সতর্কতামূলক টেপ দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হয়।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের লিভিংস্টন ক্যাম্পাসের কাছে অবস্থিত রিভার রোডটি মিচেল অ্যাভিনিউ থেকে হ্যানসন অ্যাভিনিউ পর্যন্ত সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় এবং যান চলাচল অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়।
নিউজ ১২ নিউ জার্সির খবরে বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এক প্রতিবেশী কয়েকটি গুলির শব্দ শুনতে পান। এছাড়া কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।
কেই/এমএইচএস

