Logo

আন্তর্জাতিক

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন ধসে নিহত বেড়ে ৩২

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ২১:০৭

থাইল্যান্ডে চলন্ত ট্রেনে ক্রেন ধসে নিহত বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ক্রেন ধসে দুর্ঘটনার সময় নির্মাণকাজ চলমান ছিল। ছবি: রয়টার্স

থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে চলন্ত একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন ক্রেন ভেঙে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে একটি বগিতে আগুন ধরে যায়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ খবরটি জানিয়েছে।

প্রত্যক্ষদর্শী মালিওয়ান নাকথন বিবিসি থাইকে বলেন, “পুরো ঘটনা এক মিনিটেরও কম সময়ের মধ্যে ঘটে যায়।” তিনি জানান, প্রথমে কংক্রিটের টুকরো পড়ে, এরপর ক্রেনটি ধীরে ধীরে নিচে নেমে ট্রেনটিকে আঘাত করে।

থাই প্রধানমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল বলেছেন, “এ ধরনের দুর্ঘটনা মূলত দায়িত্বে অবহেলা, নিরাপত্তা বিধি উপেক্ষা, অবকাঠামো নির্মাণের নকশা থেকে বিচ্যুতি, কিংবা ভুল উপকরণ ব্যবহারের ফলস্বরূপ ঘটে।”

কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় সকাল ৯টার দিকে দুর্ঘটনার সময় ট্রেনটিতে ১৭১ জন যাত্রী ছিলেন। ক্রেনটি কয়েকটি বগি চূর্ণ করে দেয়, যার একটি বগিতে আগুন ধরে যায়। আহত ৬৬ জনের মধ্যে এক বছরের একটি শিশু এবং ৮৫ বছর বয়সী এক বৃদ্ধও রয়েছেন, তাদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

ক্রেনটির দায়িত্বে থাকা ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। রাষ্ট্রীয় উদ্যোগেও দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং ১০ কোটি বাথের বেশি ক্ষতির জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানান, ক্রেনটি ভেঙে পড়ার সময় তারা বাতাসে ছিটকে পড়েন।

ট্রেনের কর্মী থিরাসাক ওংসংনার্ন বলেন, কাঠামোটি আঘাত হানার সঙ্গে সঙ্গেই যাত্রীরা তীব্র ধাক্কা অনুভব করেন, ফলে একাধিক বগি লাইনচ্যুত হয়।

ব্যাংকক থেকে লাওস পর্যন্ত সংযোগ স্থাপনের জন্য চীন-সমর্থিত একটি উচ্চগতির রেল প্রকল্পের অংশ হিসেবে এই উড়াল রেলপথ নির্মাণে ক্রেনটি ব্যবহৃত হচ্ছিল।

সাম্প্রতিক বছরগুলোতে থাইল্যান্ডে একাধিক প্রাণঘাতী নির্মাণ দুর্ঘটনা ঘটেছে, যার জন্য নিরাপত্তা বিধি দুর্বলভাবে প্রয়োগকে দায়ী করছেন বিশ্লেষকরা।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর