নোবেল পুরস্কার অন্যকে হস্তান্তর করা যায় না : নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ০১:৩৭
ছবি: আল-জাজিরা
নোবেল পুরস্কার কোনোভাবেই, এমনকি প্রতীকী অর্থেও অন্য কারও কাছে হস্তান্তর বা ভাগ করা যাবে না—এমন স্পষ্ট তথ্য দিয়েছে নোবেল ফাউন্ডেশন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, পুরস্কারটি যার নামে দেওয়া হয়, সেটি কেবল সেই ব্যক্তির জন্যই প্রযোজ্য।
এতে বলা হয়, নোবেল পুরস্কারের মর্যাদা ও এর সুষ্ঠু পরিচালনা রক্ষা করা নোবেল ফাউন্ডেশনের অন্যতম মূল দায়িত্ব। আলফ্রেড নোবেলের উইল ও সেখানে নির্ধারিত শর্তাবলি অনুসরণ করেই পুরস্কার দেওয়া হয়।
বিবৃতিতে নোবেল ফাউন্ডেশন জানায়, নোবেলের উইলে বলা হয়েছে, যারা ‘মানবজাতির সর্বোচ্চ কল্যাণে অবদান রেখেছেন’, তাদেরই নোবেল পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে সেখানে নির্ধারিত আছে, কোন কোন কর্তৃপক্ষ কোন পুরস্কার দেওয়ার অধিকার রাখে।
প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানতে নরওয়েজিয়ান নোবেল কমিটির বক্তব্য ও নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে।
এএস/

