Logo

আইন ও বিচার

গুমের মামলা

শেখ হাসিনা ও ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২১

শেখ হাসিনা ও ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছেন প্রসিকিউশন।

রোববার (৭ ডিসেম্বর) চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাছে এই আবেদন করেন। 

প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠনের সময় পাঁচটি অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে গ্রেপ্তার আসামি তিন সেনা কর্মকর্তার আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন। তাদের আবেদনের শুনানির জন্য ৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।

গ্রেপ্তারকৃত তিন সেনা কর্মকর্তা হলেন- প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীসহ আরও ১০ জন আসামি পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী ও ডিজিএফআই-এর সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে নয়জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে গেছেন এবং বর্তমানে ১৫ জন কর্মরত রয়েছেন।

গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তাদের সাময়িকভাবে রাখা হয় ঢাকা সেনানিবাসের ‘এমইএস বিল্ডিং নং-৫৪’-এ, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে কারাগার হিসেবে ঘোষণা করা হয়।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর