গুমের মামলা
শেখ হাসিনা ও ৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:২১
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
আওয়ামী লীগের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তিন সেনা কর্মকর্তাসহ ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেছেন প্রসিকিউশন।
রোববার (৭ ডিসেম্বর) চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর কাছে এই আবেদন করেন।
প্রসিকিউশনের পক্ষে অভিযোগ গঠনের সময় পাঁচটি অভিযোগ তোলা হয়েছে। এ বিষয়ে গ্রেপ্তার আসামি তিন সেনা কর্মকর্তার আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন করেছেন। তাদের আবেদনের শুনানির জন্য ৯ ডিসেম্বর দিন ধার্য করেছেন বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল।
গ্রেপ্তারকৃত তিন সেনা কর্মকর্তা হলেন- প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী এবং ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকীসহ আরও ১০ জন আসামি পলাতক রয়েছেন।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিকী ও ডিজিএফআই-এর সাবেক পাঁচ মহাপরিচালকসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে ২৫ জনই সেনাবাহিনীর সাবেক ও বর্তমান কর্মকর্তা। তাদের মধ্যে নয়জন অবসরপ্রাপ্ত, একজন এলপিআরে গেছেন এবং বর্তমানে ১৫ জন কর্মরত রয়েছেন।
গ্রেপ্তারকৃত সেনা কর্মকর্তাদের সাময়িকভাবে রাখা হয় ঢাকা সেনানিবাসের ‘এমইএস বিল্ডিং নং-৫৪’-এ, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে কারাগার হিসেবে ঘোষণা করা হয়।
এমএইচএস

