জামায়াত নেতা শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:২২
ফাইল ছবি (সংগৃহীত)
রোজা ও পূজাকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে তুলনা করার অভিযোগে জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দায়ের করা হয়েছে।
রোববার (৭ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম মামলার বাদী আইনজীবী রিদওয়ান হোসেন রবিনের জবানবন্দি গ্রহণ করে মামলাটি তদন্তের জন্য ডিবিকে নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী নাজমুল তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রোজা অত্যন্ত পবিত্র একটি ইবাদত, যেখানে নিরাকার আল্লাহর সন্তুষ্টির জন্য মুসলমানরা রোজা পালন করেন। অপরদিকে সনাতন ধর্মে দেব-দেবীর আকৃতি নির্ধারণ করে পূজা করা হয়। ফলে রোজা ও পূজাকে একসঙ্গে উদাহরণ হিসেবে উপস্থাপন করাকে মুসলিম সমাজ গ্রহণ করবে না, বরং এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, কিছুদিন পূর্বে শিশির মনির ইচ্ছাকৃতভাবে DSN নামক একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের মুসলিম জনসাধারণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টায় একটি ভিডিওতে ‘রোজা এবং পূজাকে একই মুদ্রার এপিঠ ও ওপিঠ’ উল্লেখ করেন। পরে সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উদ্বেগ সৃষ্টি করেছে বলে মামলায় দাবি করা হয়েছে।
মামলার বাদী অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা নেওয়ার উদ্দেশ্যে শিশির মনির এই মন্তব্য করেছেন, যার ফলে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভ ও অস্থিরতা তৈরি হয়েছে।
এমএইচএস

