ফাইল ছবি
আজ ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’। দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্টের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আজ বিকাল ৪টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। একই সঙ্গে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি ও সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তারাও আলোচনা সভায় অংশ নেবেন।
উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বর ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রথম যেদিন উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল— ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর— সেই দিনটি সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালন করা হবে।
ফুলকোর্টের সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০১৮ সাল থেকে নিয়মিতভাবে দিবসটি পালিত হচ্ছে। এবার নবমবারের মতো ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ উদযাপন করা হচ্ছে।
এমএইচএস

