Logo

আইন ও বিচার

একইদিনে নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১৩:৫১

একইদিনে নির্বাচন ও গণভোটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। 

সোমবার (৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ আদালতের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন দাখিল করেন।

রিটে গত ১১ ডিসেম্বর প্রকাশিত একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল সংক্রান্ত বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত চাওয়া হয়েছে। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে। রিটে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

হাইকোর্ট সূত্রে জানা গেছে, বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার (৬ জানুয়ারি) রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, সংবিধানে অন্তর্বর্তী সরকার নামে কোনো ব্যবস্থার উল্লেখ নেই। ফলে এই সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। সংবিধান অনুযায়ী নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকার অথবা নির্বাচিত সরকারের অধীনেই।

রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, অন্তর্বর্তী সরকারের কথা সংবিধানে কোথাও উল্লেখ নেই। তাই এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হতে পারে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাইকোর্ট সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর