Logo

জাতীয়

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন : আইন উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫, ১৮:০৬

৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আগামী তিন-চার কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, গণভোট আইন আমরা খুব দ্রুত করতে যাচ্ছি। আজকে তো বৃহস্পতিবার, ধরেন আগামী তিন চার কার্যদিবসের মধ্যে হয়ে যাবে।

তিনি বলেন, আজ আরেকটা ঐতিহাসিক রায় হয়েছে। আমরা দীর্ঘদিন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার পেয়েছিলাম। এটি আমাদের ভোটের নিশ্চয়তা দিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা বেশ কয়েকটি সুষ্ঠু, অবাধ নির্বাচন দেখেছিলাম। সব সময় দেখতাম ক্ষমতাসীন দল পরাজিত হতো। এটি আমাদের কাছে খুব স্বাভাবিক মনে হতো। 

ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ক্ষমতাসীন দলগুলোর ব্যর্থতা থাকে, সেটার পরিপ্রেক্ষিতে এমনটি হতো। খুবই আনফরচুনেটলি আমাদের সাবেক প্রধান বিচারপতির নেতৃত্বে একটি রায়ের মাধ্যমে এটিকে অবৈধ করা হয়। পরে এটার সুযোগ নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকার পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটিকে বাতিল করে।

তিনি আরও বলেন, মাসখানেক আগের একটি রায়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব যেভাবে অত্যন্ত প্রশ্নবিদ্ধভাবে যে রায় দিয়েছিলেন— তত্ত্বাবধায়ক সরকার অবৈধ। সেই রায়টি বাতিল হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনরুজ্জীবিত হয়েছে। এটি কার্যকর হবে আগামী সংসদ নির্বাচনের পরে। কারণ সংসদ ভেঙে যাওয়ার পরই তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।

আইন উপদেষ্টা বলেন, এখন সংসদের অস্তিত্ব নেই এবং আমাদের উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী আগামীতে যে সংসদ গঠিত হবে, সেই সংসদ ভেঙে যাবে, তার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আসিফ নজরুল তত্ত্বাবধায়ক সরকার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর