১০ দাবিতে সিইসি দপ্তরে সহকারী কর্মকর্তারা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১
নির্বাচন কমিশনের জন্য পৃথক সার্ভিস কমিশন গঠন ও পদোন্নয়নসহ ১০ দফা দাবি তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হন সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা। ছবি : বাংলাদেশের খবর
নির্বাচন কমিশনের জন্য পৃথক সার্ভিস কমিশন গঠন ও পদোন্নয়নসহ ১০ দফা দাবি তুলে ধরতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের দপ্তরের সামনে জড়ো হন সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তারা। এ সময় দাবির চিঠি গ্রহণ করে কর্মকর্তাদের নিজ নিজ কাজে ফিরে যেতে বলেছেন ইসি সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ৩টার দিকে কর্মকর্তারা সিইসির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে দপ্তরের সামনে অবস্থান নিলে ইসি সচিব এসে তাদের উদ্দেশ্যে বলেন, ‘কি সমস্যা আপনাদের? আপনারা কাজ ফেলে এখানে কেন এসেছেন? কাদের সঙ্গে দেখা করতে এসেছেন?’
এ সময় কর্মকর্তারা জানান, তারা দাবিদাওয়ার বিষয়ে সিইসির সঙ্গে কথা বলতে চান। এরপর ইসি সচিব দাবির চিঠি গ্রহণ করে বলেন, ‘আমার কাছে দেন। এখন আপনারা যে যার কাজে যান। আমরা একটা ভালো নির্বাচন করতে যাচ্ছি। যেটা স্যারের (সিইসি) সঙ্গে আলোচনা প্রয়োজন, আমরা জানিয়ে দেব। আপনারাদের অনুরোধ করছি, কাজে ফিরে যান।’
সহকারী উপজেলা/থানা ইলেকশন অফিসার্স অ্যাসোসিয়েশনের ১০ দফা দাবি
১. দ্রুততম সময়ে ‘নির্বাচন কমিশন সার্ভিস’ বাস্তবায়নে বিধিমালা প্রণয়ন ও গেজেট প্রকাশ।
২. উপজেলা নির্বাচন অফিসারকে ৬ষ্ঠ গ্রেড এবং সহকারী উপজেলা নির্বাচন অফিসারকে ৯ম গ্রেডে উন্নীতকরণ।
৩. উপজেলা/থানা নির্বাচন অফিসারদের জন্য ডাবল কেবিন পিকআপ ও সহকারী কর্মকর্তাদের জন্য মোটরসাইকেল সরবরাহ।
৪. পদোন্নতির হার বৃদ্ধি ও পদোন্নতিযোগ্য পদ সংরক্ষণ।
৫. রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার পদে ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগ।
৬. সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তাদের জন্য পৃথক কক্ষ বরাদ্দ।
৭. নির্বাচন পরিচালনায় সহকারী কর্মকর্তাদের অনুকূলে বরাদ্দ নিশ্চিতকরণ।
৮. মাঠ পর্যায়ের দপ্তরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।
৯. ২০২৩ সালের বৈষম্যমূলক জাতীয় পরিচয়পত্র আইন বাতিল।
১০. কর্মরত ডাটা এন্ট্রি অপারেটরদের রাজস্বখাতে অন্তর্ভুক্তকরণ।
এসআইবি/এমবি

