Logo

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে ১০দিন দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

Icon

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:১৪

জাতীয় স্মৃতিসৌধে ১০দিন দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা ও নিরাপত্তাজনিত কারণে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। 

রোববার (৭ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ আনোয়ার খান।

তিনি জানান, ‘গতকাল শনিবার বিকেলে জাতীয় স্মৃতিসৌধের ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। নোটিশ অনুযায়ী শনিবার ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর সোমবার পর্যন্ত দশদিন দর্শনার্থীরা জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করতে পারবেন না।


নোটিশে বলা হয়, ৬ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি ও উন্নয়নমূলক কাজের জন্য জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ সাময়িকভাবে সকল দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হবে। সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত। নোটিশে দর্শনার্থীদের সহযোগিতা চাওয়া হয়েছে।

সাইফুল ইসলাম শাওন/এনএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর