Logo

জাতীয়

তামাক নিয়ন্ত্রণে অগ্রগামী বাংলাদেশ, আইন সংশোধনের দাবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ১৫:২৭

তামাক নিয়ন্ত্রণে অগ্রগামী বাংলাদেশ, আইন সংশোধনের দাবি

তামাক নিয়ন্ত্রণে বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। এশিয়ার মধ্যে প্রথম ও একমাত্র দেশ হিসেবে বাংলাদেশ সিগারেট ফিল্টারকে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে শ্রেণিভুক্ত করেছে। ডব্লিউএইচও এফসিটিসি’র কপ-১০ সম্মেলনে গৃহীত পরিবেশ সুরক্ষা–সংক্রান্ত আর্টিকেল ১৮ বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রোববার (১৪ ডিসেম্বর) প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা) আয়োজিত “ট্রান্সলেটিং ডব্লিউএইচও এফসিটিসি কপ ডিসিশনস ইনটু অ্যাকশন ইন বাংলাদেশ: এ কেস স্টাডি” শীর্ষক ওয়েবিনারে এসব তথ্য জানানো হয়।

ওয়েবিনারে জানানো হয়, চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত কপ-১১ সম্মেলনে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই সাফল্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করা এবং প্রাসঙ্গিক আইন সংশোধনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

আলোচকরা বলেন, তামাক ব্যবহারের কারণে বাংলাদেশে প্রতিবছর ক্যানসার, স্ট্রোক, হৃদরোগ ও ফুসফুসের রোগসহ বিভিন্ন অসংক্রামক রোগে এক লাখ ৩০ হাজারের বেশি মানুষ মারা যায়। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, তামাক ব্যবহার ও উৎপাদনের ফলে স্বাস্থ্য ও পরিবেশগত ক্ষতির পরিমাণ প্রায় ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে অর্জিত রাজস্বের দ্বিগুণেরও বেশি।

তারা আরও বলেন, সরকার ইতোমধ্যেই ডব্লিউএইচও এফসিটিসি’র আলোকে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিলেও তা দ্রুত চূড়ান্ত না হলে জনস্বাস্থ্য, পরিবেশ দূষণ ও অর্থনৈতিক ক্ষতি আরও বাড়বে। এ কারণে অবিলম্বে আইনের খসড়া সংশোধনী চূড়ান্ত করার দাবি জানান বক্তারা।

ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসি’র সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, ডব্লিউবিবি ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুদ্দিন আহমেদ, ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ, ভাইটাল স্ট্রাটেজিস বাংলাদেশের জ্যেষ্ঠ কারিগরি পরামর্শক সৈয়দ মাহবুবুল আলম এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)-এর কো-কনভেনর মিজান চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আত্মা’র কনভেনর মতুর্জা হায়দার লিটন। প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রোগ্রাম অফিসার রোকাইয়া আব্দুল্লাহ রাকা এবং মূল উপস্থাপনা তুলে ধরেন কর্মসূচি প্রধান হাসান শাহরিয়ার।

এসআইবি/আইএইচ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর