নৌবাহিনীর মিসাইল ফায়ারিং ২৯ ও ৩০ ডিসেম্বর
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৫৭
আগামী ২৯ ও ৩০ ডিসেম্বর কক্সবাজার ও হাতিয়ার মধ্যবর্তী সমুদ্র এলাকায় বাংলাদেশ নৌবাহিনী মিসাইল ফায়ারিং পরিচালনা করবে।
শনিবার (২৭ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।
ওই সময় জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের নৌযান, মাছ ধরার নৌকা ও ট্রলারকে উল্লিখিত এলাকায় অবস্থান না করার এবং চলাচল পরিহার করার জন্য আইএসপিআরের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নৌবাহিনী কর্তৃপক্ষ জানিয়েছেন, মিসাইল ফায়ারিংয়ের সময়ে সমুদ্র এলাকায় প্রবেশ করলে বিপদ ঘটতে পারে, তাই জোয়ার-ভাটা ও আবহাওয়ার সঙ্গে মিলিয়ে সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
এমএইচএস

