Logo

জাতীয়

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের নরেন্দ্র মোদির শোক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:২৬

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের নরেন্দ্র মোদির শোক

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এক শোকবার্তায় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণে তিনি গভীরভাবে মর্মাহত।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নরেন্দ্র মোদি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ২০১৫ সালে ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে তার বৈঠকের ছবি শেয়ার করে লিখেছেন, ‘ঢাকায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এই শোকাবহ সময়ে সর্বশক্তিমান যেন তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।’

প্রধানমন্ত্রী মোদি আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। ২০১৫ সালে ঢাকায় তাঁর সঙ্গে আমার উষ্ণ সাক্ষাতের কথা আমি স্মরণ করি। আমরা আশা করি, তাঁর দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। তাঁর আত্মা শান্তিতে থাকুক।’

এসআইবি/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বেগম খালেদা জিয়া নরেন্দ্র মোদি

বিদায় খালেদা জিয়া

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর