আনসার-ভিডিপি কোনো রাজনৈতিক বাহিনী নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বল্পতম সময়ে রেকর্ড ৩,২১১ আনসার প্রশিক্ষণ সম্পন্ন
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ১৫:৪০
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কোনো রাজনৈতিক দলের বাহিনী নয়; সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বই হবে তাদের একমাত্র পরিচয়। তিনি বলেন, জনগণের করের টাকায় পরিচালিত এই রাষ্ট্রীয় বাহিনীকে যেকোনো অবস্থায় অনৈতিক ও পক্ষপাতমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে।
সোমবার (১২ জানুয়ারি) গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাষ্ট্রীয় নিরাপত্তা ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব বিবেচনায় স্বল্পতম সময়ে বিশেষ ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন উপজেলা আনসার প্রশিক্ষক ও নবীন সৈনিককে প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে। সাধারণত এ ধরনের প্রশিক্ষণ দীর্ঘমেয়াদি হলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষক সহায়তায় রেকর্ড সময়ে এ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হয়েছে। তিনি একে আনসার বাহিনীর ইতিহাসে নজিরবিহীন সাফল্য হিসেবে উল্লেখ করেন।
বক্তব্যের শুরুতে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি ২০২৪ সালের জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক গণঅভ্যুত্থান— রাষ্ট্রের প্রতিটি সংকটময় মুহূর্তে আনসার ও ভিডিপি সদস্যরা সাহসিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এসেছে।
পার্বত্য অঞ্চলে দায়িত্বরত আনসার ব্যাটালিয়ন ও হিল আনসার–ভিডিপি সদস্যদের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার একটি গৌরবময় ঐতিহ্য এই বাহিনীর রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, আনসার ও ভিডিপি বাহিনীর পেশাগত উৎকর্ষ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সদর দপ্তর থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত ডিজিটাল ব্যবস্থাপনা চালু করা হয়েছে। সব সদস্যকে AVMIS সফটওয়্যারের আওতায় আনা হয়েছে এবং তৃণমূল পর্যায়ের সদস্যদের আর্থসামাজিক উন্নয়নে ‘সঞ্জীবন’ প্রকল্পসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে আনসার ও ভিডিপি বাহিনী সুপরিকল্পিত প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচনকালীন দায়িত্ব পালনে সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিরপেক্ষতা ও পেশাদার আচরণ নিশ্চিত করার নির্দেশনাও দেন তিনি।

শেষে নবীন সদস্যদের উদ্দেশে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কর্মজীবনে নানা চ্যালেঞ্জ এলেও সততা, মানবিকতা ও শৃঙ্খলা ধারণ করলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় সেবায় আত্মনিয়োগের মাধ্যমেই আনসার–ভিডিপি বাহিনী নতুন বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এমএইচএস

