Logo

জাতীয়

আনসার-ভিডিপির মহাপরিচালকের সাথে তুরস্ক মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০০:৪১

আনসার-ভিডিপির মহাপরিচালকের সাথে তুরস্ক মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

আনসার-ভিডিপির মহাপরিচালকের সাথে তুরস্ক মহাকাশ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্ক মহাকাশ প্রতিনিধিদল।

মঙ্গলাবার (১৩ জানুয়ারি) আনসার ও ভিডিপির সদর দপ্তরে তুরস্ক মহাকাশ গবেষণা দলের ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন।

এতে নেতৃত্ব দেন পরিচালক আরিফ আতেস। সৌজন্য সাক্ষাতে তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় মহাপরিচালক মহোদয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান উন্নয়ন কার্যক্রম, সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রশিক্ষণ সহযোগিতা এবং ভবিষ্যৎ অগ্রগতির ধারাবাহিকতা সম্পর্কে আলোচনা করেন। 

বাহিনীর বহুমাত্রিক সামাজিক নিরাপত্তা ব্যবস্থা এবং মাঠ পর্যায়ে বিস্তৃত স্বেচ্ছাসেবকদের সম্ভাবনায় কর্মপরিধি সম্পর্কে অবহিত হয়ে তুর্কি মহাকাশ প্রতিনিধিদল আগ্রহ প্রকাশ করেন। 

প্রতিনিধি দল সুবৃহৎ এই বাহিনীর সামগ্রিক উন্নয়নমুখী উদ্যোগের ক্ষেত্রে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার সুযোগ আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

এই সৌজন্য সাক্ষাৎ দুই দেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদারকরণ ও ভবিষ্যৎ সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ উপস্থিত ছিলেন।

এমপি/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তুরস্ক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর