Logo

জাতীয়

আমরা ওখানে লড়াই করতে যাব না : গাজা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ২৩:১৬

আমরা ওখানে লড়াই করতে যাব না : গাজা নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, গাজায় বাংলাদেশের কোনো ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো হয়নি। তিনি বলেন, ‘এখানে আলোচনা চলছে, কিন্তু এখনো কিছুই চূড়ান্ত হয়নি। পরিবেশ সৃষ্টি না হলে আমরা সেখানে যেতে চাই না।’

আজ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়া নিয়ে কিছু শর্ত রয়েছে। আমাদের শর্তগুলোর মধ্যে অন্যতম হলো, আমরা সেখানে লড়াই করতে যাব না। যদি সেখানে এমন পরিস্থিতি থাকে যেখানে আমাদের শর্ত অনুযায়ী নিরাপত্তা ও যোগাযোগের পরিবেশ সৃষ্টি না হয়, তবে আমরা সেখানে উপস্থিত হব না।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে আলোচনায় গাজায় স্থিতিশীলতা আনার জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে (আইএসএফ) বাংলাদেশের অংশগ্রহণে আগ্রহ প্রকাশ করেছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে বলেন, ‘গাজায় আন্তর্জাতিক বাহিনীতে যোগ দেওয়ার বিষয়টি সতর্কতার সঙ্গে কিছু শর্তের ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।’

তৌহিদ হোসেন আরও বলেন, ‘বর্তমান সরকারের মেয়াদ শেষের দিকে। তবে সরকার থাকবে এবং কিছু পরিবর্তন হলেও, দেশের স্বার্থে কোনো পরিবর্তন হবে না। আমরা এমন কিছু করব না, যা পরবর্তী সরকার এসে পাল্টে দিতে পারে। বিষয়টি এমনভাবে নিয়ে এগোনো হবে, যাতে সামনের সরকারও তা সমর্থন করে।’

তিনি আরো বলেন, ‘যেহেতু বাহিনী তৈরির কাজ এখনো শুরু হয়নি, তাই বিষয়টি পরবর্তী সরকারকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। ২০২৪ সালের আগস্টে যেভাবে সহিংস পরিবর্তন হয়েছিল, তা আবার ঘটবে না। আমরা আশাবাদী যে, আসন্ন ট্রানজিশন হবে স্মুথ এবং সরকারের চলমান কর্মকাণ্ড পরবর্তী সরকারের জন্য সাজিয়ে রাখা হচ্ছে।’

পররাষ্ট্র উপদেষ্টা জানান, গাজায় ফোর্স পাঠানোর সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি এবং পরবর্তী সরকারই এই সিদ্ধান্ত নেবে, কারণ এটি শুধু বাংলাদেশের বিষয় নয়, বরং বিশ্বের আরও অনেক দেশের সংশ্লিষ্টতা রয়েছে।

এএস/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তৌহিদ হোসেন গাজা শহর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর