Logo

জাতীয়

দিল্লিতে হাসিনা কী বললেন তাতে নির্বাচনে প্রভাব পড়বে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ১৪:৩৪

দিল্লিতে হাসিনা কী বললেন তাতে নির্বাচনে প্রভাব পড়বে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা কী বললেন বা না বললেন, তাতে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কারা প্রশিক্ষণ কেন্দ্রে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন বা তার রাজনৈতিক অবস্থান নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে উপদেষ্টা সরাসরি বলেন, ‘শেখ হাসিনা কী বললেন, তাতে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। নির্বাচন তার নিজস্ব গতিতে ও সঠিক নিয়মে অনুষ্ঠিত হবে।’

এর আগে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারাগারে বন্দিদের নিরাপত্তার পাশাপাশি মানবাধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘কারা প্রশাসন পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার একে অপরের পরিপূরক। বন্দিদের মানবিক আচরণ ও ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা আইনগত বাধ্যবাধকতার পাশাপাশি রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।’

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে তিনি কারারক্ষীদের হুঁশিয়ার করে বলেন, কারার কোনো সদস্য কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়। তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। কোনো সদস্য যদি ব্যক্তিস্বার্থ বা রাজনৈতিক সুবিধার লোভে কাজ করেন, তবে তিনি রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করছেন।

অনুষ্ঠানে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের মধ্যে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপদেষ্টা। একাডেমিকসহ সর্ববিষয়ে প্রথম স্থান অধিকার করেন মোছা. রায়হানা আক্তার সুবর্ণা। ড্রিলে লিজা খাতুন, আন-আর্মড কমব্যাটে জুথি পারভীন এবং ফায়ারিংয়ে মানসুরা প্রথম স্থান অধিকার করেন।

অনুষ্ঠানে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেনসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী শেখ হাসিনা সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর