Logo

রাজনীতি

জনগণ ঐক্যবদ্ধ হলে নির্বাচন থামানো যাবে না : ডা. জাহিদ হোসেন

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪

জনগণ ঐক্যবদ্ধ হলে নির্বাচন থামানো যাবে না : ডা. জাহিদ হোসেন

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের হিলিতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলাহিলি সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা সিনিয়র সহসভাপতি মো. শাহিন মন্ডল, যুগ্ম সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আলীসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মতবিনিময় সভায় ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, ‘জনগণকে গণতন্ত্র ও ফেব্রুয়ারির নির্বাচনের পক্ষে ঐক্যবদ্ধ করতে পারলে কোনো হুংকারই আগামী জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। বাংলাদেশের গণতন্ত্র যদি থাকে, সংস্কার বাস্তবায়ন হবে, বিচার হবে, লুন্ঠিত অর্থ ফেরত আসবে, আজকে যে মবসন্ত্রাস চালানো হচ্ছে তা বন্ধ হবে এবং সর্বশেষে বাংলার মাটিতে স্বৈরাচারের বিচার হবে।’

সভায় স্থানীয় নেতারা দলের সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং দলকে আরও শক্তিশালী করতে বিভিন্ন প্রস্তাব দেন।

লুৎফর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর