আমি নারী প্রেম করিনি, বঙ্গবন্ধুকে ভালবেসেছি : কাদের সিদ্দিকী
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৯:২৪
শেখ মুজিবুর রহমানকে ভালবেসে মানুষ দেশকে ভালবাসতে শিখেছেন বলে জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। দেশে জয় বাংলা স্লোগান অপরাধ হলে সবার আগে তাকে গ্রেপ্তার করতে হবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুক্রবার (১৪ নভেম্বর) টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিজগ্রাম ছাতিহাটিতে জুমার নামাজ শেষে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তার ভাই লতিফ সিদ্দিকীর সঙ্গে নামাজ আদায় শেষে কাদের সিদ্দিকী বলেন, এ দেশে জয় বাংলা বললে যদি অপরাধ হয়, তাহলে আমাকে প্রথম গ্রেপ্তার করতে হবে। আমাদের লোকজন সবসময় সর্বত্র ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলবে।
তিনি বলেন, আমি আওয়ামী লীগ করেছি। ভাসানীর আওয়ামী লীগ করেছি, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেছি, গণমানুষের আওয়ামী লীগ করেছি। আমি নারী প্রেম করি নাই, বঙ্গবন্ধুকে ভালোবেসে মানুষকে ভালোবাসতে শিখেছি, বঙ্গবন্ধুকে ভালোবেসে দেশকে ভালোবাসতে শিখেছি। দেশপ্রেম সহজ জিনিস না। দেশপ্রেম ধারণ করতে তপস্যা করতে হয়, ধৈর্য ধারণ করতে হয়। গণমানুষের ভালোবাসা পেলে দেশপ্রেম হয়ে যায়।
কাদের সিদ্দিকী আরও বলেন, জুলাই আন্দোলনের যোদ্ধাদের আমি সমর্থন করি। কারণ, শেখ হাসিনার পতন প্রয়োজন ছিল দেশের জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু অভ্যুত্থানপরবর্তী জুলাই যোদ্ধাদের কার্যক্রমকে একবিন্দুও সমর্থন করি না।
এ সময় সাবেক সংসদ সদস্য লায়লা সিদ্দিকী, কালিহাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম আল মনসুর আজাদ সিদ্দিকী এবং বিভিন্ন এলাকার সিদ্দিকী পরিবারের কর্মী-সমর্থক-অনুসারীরা উপস্থিত ছিলেন।

