রাশেদ খাঁন
ভোটে আওয়ামী দোসর-ডামি প্রার্থীরা অংশ নিলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ২০:৩৯
ছবি : বাংলাদেশের খবর
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দোসর ও ডামি প্রার্থীরা অংশ নিলে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ সদরের হাটগোপালপুর বাজারে একটি নির্বাচনী পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, ‘ভারতের ইশারায় বা টাকা দিয়ে আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী সেজে নির্বাচনে অংশ নিলে জনগণ তা প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নমনীয় আচরণ করলে প্রয়োজনে সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।’
জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমসহ অনেকে শহীদ হয়েছেন। দুই হাজার ভাই-বোন জীবন দিয়েছেন। শিশুরাও হামলার শিকার হয়েছে। সেই আওয়ামী লীগের লোকজনকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না। তাদের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচনেও মাঠে নামতে দেওয়া যাবে না।’
তবে অন্যায় বা অত্যাচারের সঙ্গে সম্পৃক্ত নন—এমন আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো প্রতিহিংসা থাকবে না বলে উল্লেখ করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ নামে ডামি এমপি বা দোসরদের রাজনীতিতে গ্রহণযোগ্য করা হবে না।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আগামী নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু। টাকার প্রভাবে কেউ ভোট কিনতে পারবে না। কেউ যদি ডামি প্রার্থী দাঁড় করানোর চেষ্টা করে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।’
এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। আমরা তার জন্য দোয়া করি। তিনি সুস্থ হয়ে দেশের নেতৃত্ব দেবেন। তিনি গণতন্ত্র ও সার্বভৌম বাংলাদেশের প্রতীক।’
এর আগে বিকাল ৫টায় হাটগোপালপুর বাজারে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন রাশেদ খাঁন। সেখানে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলীসহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এম বুরহান উদ্দীন/এআরএস

