প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেতে যাচ্ছে আমজনতার দল : তারেক
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২৫
আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। ছবি : বাংলাদেশের খবর
আমজনতার দল প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেতে যাচ্ছে বলে জানিয়েছেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
তারেক বলেন, ‘আমজনতা দলের নিবন্ধন পাওয়ার বিষয়ে জাতীয় গণমাধ্যমের কয়েকটিতে খবর প্রকাশ হওয়ার পর আমরা নিশ্চিত হওয়ার জন্য নির্বাচন কমিশনে এসেছিলাম। তখন কমিশন আমাদের জানায় যে, আমজনতার দল নিবন্ধন পেতে যাচ্ছে। আমাদের শর্তগুলো অনেকটাই পূরণ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা এখানে ১৩৪ ঘণ্টা অনশন করেছিলাম। সে বিষয়টি সামনে আসে যে অনশনের কারণে আমরা নিবন্ধন পেতে যাচ্ছি কিনা। কিন্তু সেদিন আমাদেরকে নিবন্ধন দেওয়া হয়নি। বরং একটি শর্ত দেওয়া হয়েছিল— যদি আমরা আপিল করি, তাহলে পুনরায় তদন্ত করা হবে। সেই ভিত্তিতে আমরা আপিল করি এবং পুনরায় তদন্তে আমরা নিবন্ধন পাওয়ার যোগ্য বিবেচিত হই।
তারেক বলেন, আমরা প্রতীক হিসেবে ‘প্রজাপতি’ মার্কা চেয়েছি—এই প্রতীকটি আমরা আনুষ্ঠানিকভাবে চেয়েছি। সামনের নির্বাচনে ‘প্রজাপতি’ মার্কায় আমরা অংশ নেব।’
এসআইবি/এমবি

