নির্বাচন বানচালে ১/১১–এর মতো ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৮
ছবি : বাংলাদেশের খবর
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, ‘একটি কুচক্রী মহল আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করতে দেশে ১/১১–এর মতো পরিস্থিতি তৈরির ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্দেশ্যে নতুন করে অপতৎপরতা শুরু করেছে। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই—এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না।’
শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার মানদিয়া বাজারে পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মামলা করে বা অন্য কোনো উপায়ে নির্বাচন স্থগিত করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ফেব্রুয়ারিতেই নির্বাচনের আয়োজন করতে হবে। আমরা বিশ্বাস করি, নির্বাচন সুষ্ঠু করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের মন্তব্য—জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার—এ প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ‘আমরা এই বক্তব্যের নিন্দা জানাই। আপনারা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছেন, কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করছেন না। আওয়ামী লীগসহ ফ্যাসিবাদী শক্তির প্রতি আপনাদের নমনীয়তা গ্রহণযোগ্য নয়। জনগণ এটি মেনে নেবে না।’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়ে তিনি বলেন, ‘আপনারা আওয়ামী লীগের বিচার শুরু করেছেন, কিন্তু জাতীয় পার্টির বিচার কেন শুরু করেননি? ট্রাইব্যুনালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪-দলের বিচার হতে হবে। যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, তাদের বিচার হওয়া জরুরি। আওয়ামী লীগের যারা ২০২৪ সালের ডামি নির্বাচনে অংশ নিয়েছিল, তাদের এবার সুযোগ দেওয়া হবে না।’
নির্বাচনী জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ ইতিমধ্যে ২০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। আমি ঝিনাইদহ-২ আসনে প্রচারণা চালাচ্ছি। বিএনপির সঙ্গে ২০২২ সাল থেকে যুগপৎ আন্দোলন করেছি; তাদের সঙ্গেও আলাপ চলছে। ফ্যাসিবাদবিরোধী অন্যান্য শক্তির সঙ্গেও আলোচনা চলছে। তফসিল ঘোষণার পরই জোট বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’
এর আগে বিকেল ৪টায় মানদিয়া বাজারে জেলা গণঅধিকার পরিষদ পথসভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন রাশেদ খাঁন। জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল রাজন, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মিশন আলী, পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি রাসের আহমেদসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এম বুরহান উদ্দীন/এআরএস

