Logo

রাজনীতি

যারা এতদিন ‘নির্বাচন নির্বাচন’ করেছেন, তাদের এখন ভিন্ন সুর : জামায়াত আমির

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৪

যারা এতদিন ‘নির্বাচন নির্বাচন’ করেছেন, তাদের এখন ভিন্ন সুর : জামায়াত আমির

ফাইল ছবি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা এতদিন ‘নির্বাচন, নির্বাচন’ বলে আন্দোলন করেছেন, এখন তারা ভিন্ন সুরে কথা বলা শুরু করেছেন। কারণ তারা বুঝতে পারছেন, জনগণ আগামী নির্বাচনে তাদের লাল কার্ড দেখাবে।

শনিবার (৬ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে আয়োজিত সমমনা ইসলামি ৮ দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। 

জামায়াত আমির অভিযোগ করেন, রাজনীতিবিদদের কাছ থেকে নতুন ও সংস্কারভিত্তিক রাজনীতির আশা করেছিল দেশের মানুষ। কিন্তু একদল এখনও ‘পুরোনো ধারা’ অনুসরণ করছে। তিনি বলেন, যারা নির্বাচনের নামে জনগণকে বিভ্রান্ত করেছিল, তারা এখন সুর পাল্টাচ্ছে। এ লক্ষণ দেশের জন্য ভালো নয়। কেউ নির্বাচন ভন্ডুলের চেষ্টা করলে জনগণই তা নস্যাৎ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের আন্দোলনে যুবসমাজ রক্ত দিয়ে যে আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, ইসলামি ৮ দল তার সঙ্গে সম্পূর্ণ একমত। এই আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়ালে জনগণ নির্বাচনে কাউকে ক্ষমা করবে না। তিনি বলেন, ‘আমাদেরকে নানা শক্তির ভয় দেখানো হয়। কিন্তু ইসলামি ও দেশপ্রেমিক নেতাকর্মী হাসিমুখে আত্মত্যাগ করতে পারে। আমরা ভয় করি শুধু আল্লাহকে।’

তিনি আরো বলেন, বাংলাদেশের ওপর কোনো বিদেশি শক্তির দাদাগিরি গ্রহণযোগ্য নয়। “বাংলাদেশ চলবে আল্লাহর নির্দেশে এবং জনগণের পছন্দে,” উল্লেখ করে তিনি বলেন, প্রশাসনিক ক্যু’র মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যারা দেখছেন, সেই ‘সূর্য’ আর দেশের আকাশে উঠবে না।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যারা নির্বাচন পেছাতে চান, জনগণ তাদের বয়কট করবে। খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন, আসন্ন গণভোটে ‘না’ ক্যাম্পেইনারদের জনতা প্রত্যাখ্যান করবে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামায়াত আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর